ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেমিলিটেক্সের বাড়ছে মূলধন, কমছে মুনাফা

প্রকাশিত: ০৯:০৬, ১৬ আগস্ট ২০১৯

ফেমিলিটেক্সের বাড়ছে মূলধন, কমছে মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকে প্রতিবছর বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াচ্ছে ফেমিলিটেক্স বিডি। তারপরেও কোম্পানিটির মুনাফা বাড়ার পরিবর্তে নিয়মিত কমছে। এই পতনের সঙ্গে সঙ্গে উদ্যোক্তা/পরিচালকেরাও তাদের শেয়ার বিক্রি করে বেরিয়ে গেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানিটির প্রসপেক্টাস থেকে এসব এ তথ্য জানা গেছে। প্রাথমিক গণপ্রস্তব (আইপিও) পূর্ব কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ১০৫ কোটি ৬ লাখ টাকা। আইপিওতে ৩৪ কোটি টাকা সংগ্রহ ও নিয়মিত বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪ কোটি ১৬ লাখ টাকায়। অপরদিকে তালিকাভুক্তির বছরের ৯২ কোটি ১৮ লাখ টাকার মুনাফা সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে ২ কোটি ৪৩ লাখ টাকা লোকসানে নেমে এসেছে। কোম্পানির ব্যবসায় পতনের সঙ্গে সঙ্গে উদ্যোক্তা/পরিচালকেরাও তাদের শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়েছেন। যাতে আইপিও পূর্ব উদ্যোক্তা/পরিচালকদের ৫৯.৭৭ শতাংশ মালিকানা এখন নেমে এসেছে মাত্র ৪.০২ শতাংশে। এমন দৃশ্যে কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার ব্যবসাকে তালিকাভুক্তির প্রধান কারণ হিসেবে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ফেমিলিটেক্স ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এরপরে কোম্পানিটির পর্ষদ ৫ বার শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এবং প্রতিবারই বোনাস শেয়ার ঘোষণা করেছে।
×