ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দরিদ্র অভিবাসীদের নাগরিকত্ব দেবে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:০০, ১৬ আগস্ট ২০১৯

দরিদ্র অভিবাসীদের নাগরিকত্ব দেবে না যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেদেশে বসবাসকারী দরিদ্র মানুষদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা আরও কঠিন করেছে। চলতি সপ্তাহে পাবলিক চার্জ রুল প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এ বিধি ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এটি চালু হলে দেশটিতে বসবাসকারী লাখ লাখ অভিবাসীর ‘গ্রীন কার্ড’ পাওয়ার স্বপ্ন ভঙ্গ হবে। সিএনএন। যুক্তরাষ্ট্রে অনেকেই কম মজুরিতে চাকরি করেন, চাহিদা পূরণে তারা অনেকাংশেই সরকারী সেবার ওপর নির্ভরশীল। নতুন নিয়মে তারা বিপদে পড়বেন। একই কারণে দরিদ্র ও অদক্ষ মানুষদের জন্যও বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রে ঢোকার পথ। ট্রাম্প বলেছেন, আমেরিকান নাগরিকদের সুবিধা রক্ষার্থে অভিবাসীদের অবশ্যই স্বাবলম্বী হতে হবে। তিনি বলেন, বিপুলসংখ্যক অনাগরিক ও তাদের পরিবার আমাদের মহৎ জনসেবার সুবিধা নিচ্ছে। অন্যথায় এ সম্পদ দুর্বল আমেরিকানদের কাছে যেত। যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন, এ ঘোষণায় তাদের কোন সমস্যা হবে না।
×