ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিন্স এ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

প্রকাশিত: ০৯:০০, ১৬ আগস্ট ২০১৯

প্রিন্স এ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

যুক্তরাষ্ট্রে জেফরি এপস্টেইনের বাড়িতে এক নারীকে ‘যৌন নিপীড়ন করেছিলেন’ প্রিন্স এ্যান্ড্রু। মার্কিন ধনকুবের ও বিনিয়োগকারী জেফরি এপস্টেইন নিউইয়র্কের একটি কারাগারে শনিবার আত্মহত্যা করেন। যৌনদাসী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিচার চলছিল। বিবিসি। শুক্রবার এই মামলা নিয়ে আদালতের বেশ কিছু নথি প্রকাশ পায়। বিবিসি জানায়, ওই নথি থেকে জোহানা জোবার্গ নামে এক নারী প্রিন্স এ্যান্ড্রুর বিরুদ্ধে তার স্তন স্পর্শ করার অভিযোগের কথা জানা যায়। ওই নারীর অভিযোগ, ২০০১ সালে এপস্টেইনের ম্যানহাটানের এ্যাপার্টমেন্টে তিনি একটি সোফায় বসে থাকার সময় প্রিন্স এ্যান্ড্রু ওই কাজ করেন। ‘আমার যতদূর মনে পড়ে কেউ একজন ছবি তোলার কথা বলেছিলেন। তারা আমাদের একটি সোফায় গিয়ে বসতে বলেন। এ্যান্ড্রু ও ভার্জিনিয়া (জুফ্রে) সোফার ওপর গিয়ে বসেন এবং তারা পুতুলটি কোলে নিয়ে বসেন। পুতুলটি ভার্জিনিয়ার কোলে ছিল। ‘তাই আমি এ্যান্ড্রুুর পায়ের ওপর বসি। আমার নিজের ওপর বিশ্বাস ছিল। তারা পুতুলের হাত ভার্জিনিয়ার স্তনের ওপর রাখে এবং দেখাদেখি এ্যান্ড্রু আমার স্তনের উপর তার হাত রাখেন।’ এপস্টেইনের যৌন নিপীড়নের শিকার হয়েছেন দাবি করা ভার্জিনিয়া জুফ্রের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে আদালতে যেসব নথিপত্র জমা পড়ে সেগুলোর একটি থেকেই এই তথ্য বেরিয়ে আসে।
×