ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্কিন চাপ ঐক্যবদ্ধ করছে মধ্যপ্রাচ্যকে!

ইরান বৈরীশক্তির প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে

প্রকাশিত: ০৮:৫৮, ১৬ আগস্ট ২০১৯

ইরান বৈরীশক্তির প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে

উপসাগরীয় শত্রুদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাচ্ছে ইরান। দেশটির প্রতি ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ অনিচ্ছা সত্ত্বেও ঐক্যবদ্ধ করছে মধ্যপ্রাচ্যকে। হোয়াইট হাউসের প্রশাসনের হেঁয়ালি আচরণে মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দেশগুলো এখন সমঝোতার টেবিলে বসছে। এক সময় সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে তিক্ত সম্পর্ক সৃষ্টির জন্য ওয়াশিংটনকে প্ররোচিত করত। আর এখন পারস্য উপসাগরে উত্তেজনা প্রশমনে কাজ করছে দেশটি। ন্যাশনাল ইন্টারেস্ট। ইরান ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা বুধবার তেহরানে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। ২০১৩ সালের পর এই প্রথম উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। অনুমান করা হচ্ছে, দেশ দুটির সামরিক বাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে বৈঠকে ব্যাপক আলোচনা হয়েছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের ইনিশিয়েটিভ ফর ট্র্যাক টু ডায়ালগসের প্রতিষ্ঠাতা পরিচালক র‌্যান্ডা স্লিম বলেন, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সমঝোতা বৈঠক থেকে দেখতে পাচ্ছি, দেশ দুটির মধ্যে উত্তেজনা কমানোর পদক্ষেপ নেয়া হয়েছে। ইরানের অর্থনীতির রাশ টেনে ধরতে ট্রাম্প প্রশাসন ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে। ২৬ জুন ইরান যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন বিমান গুলি করে ভূপাতিত করলে দেশ দুটি যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার অনুমতি দিলেও হামলা শুরুর নির্ধারিত সময়ের অল্পকিছুক্ষণ আগে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। এর আগে মে ও জুন মাসে উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজে কয়েকটি অন্তর্ঘাতমূলক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য ইরানের ওপর দোষ চাপায় মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। কিন্তু আরব আমিরাত বিস্ময়করভাবে এ সময় নীরব থাকে এবং অন্তর্ঘাতমূলক হামলার জন্য ইরানকে দোষারোপ করতে অস্বীকৃতি জানায়। স্লিম জানান, মধ্যপ্রাচ্য অঞ্চলে পর্দার অন্তরালের কূটনীতি নিয়ে কাজ করা র‌্যান্ডা স্লিম ন্যাশনাল ইন্টারেস্টকে বলেন, ইরান ও আরব আমিরাতের কর্মকর্তাদের মধ্যেকার গত সপ্তাহের বৈঠকই প্রথম বৈঠক নয়।
×