ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা

প্রকাশিত: ০৮:৫৭, ১৬ আগস্ট ২০১৯

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে বন্দুকধারীর হামলায় ছয় পুলিশ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। নগরীর নিসটাউন-টিয়াগো আবাসিক এলাকার এক বাড়িতে স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে। মধ্যরাতের পর হামলাকারী আত্মসমর্পণ করেন। ১০ দিনের মধ্যে এটি দেশটিতে তৃতীয় গুলিবর্ষণের ঘটনা। বিবিসি, সিএনএন ও সিবিএস নিউজ। ফিলাডেলফিয়ার ওই বাড়িতে একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে ওই বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর থেকে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বন্দুকধারী সেখানে অবস্থান নেয়। পুলিশও বাড়িটি ঘিরে রাখে। ঘটনার সময় দুই পুলিশ কর্মকর্তা বাড়ির ভেতর বন্দুকধারীর সঙ্গে আটকা পড়েন। পরে পুলিশের সোয়াত টিম অভিযান চালিয়ে বাড়িটি থেকে ওই দুই কর্মকর্তাকে উদ্ধার করে। বন্দুকধারী বাড়িটিতে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়। তাকে আত্মসমর্পণ করার জন্য বারবার আহ্বান করা হয়। অভিযান চালানোর সময় পুলিশ দুই সন্দেহভাজনকেও গ্রেফতার করে তাদেরও পরে নিরাপদে বের করে আনা হয়। ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার রিচার্ড রস জানান, ওই বাড়িতে বন্দুকধারীর সঙ্গে যে কর্মকর্তারা ও অন্য বন্দীরা আটকা পড়েন তাদের নিরাপদে বের করে আনা হয়েছে। আহতদের কারও অবস্থাই তেমন গুরুতর ছিল না। আহত পুলিশ কর্মকর্তাদের টেম্পল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর বুধবার রাতেই তাদের রিলিজ করা হয়। পুলিশ ওই বাড়িতে অভিযানে গিয়ে গুলির মুখে পড়েন, গুলি থেকে বাঁচতে তাদের অনেকে জানালা দিয়ে লাফিয়ে পড়েন, কেউ কেউ দরজা দিয়ে বের হয়ে আসেন। ওই বন্দুকধারী বাড়িটির সামনে রাখা সোয়াত টিমের ট্রাক লক্ষ্য করে গুলি চালায়। এতে আশপাশের কয়েকটি ভবনের কিছুটা ক্ষতি হয়। বন্দুকধারী ঘটনাটি সরাসরি ফেসবুকে সম্প্রচার করে বলে জানা গেছে। রস বলেন, ‘এটি কম আশ্চর্যের বিষয় নয় আমরা একই সঙ্গে এতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি।’ ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি, পুলিশ কর্মকর্তাদের ‘সাহসী’ বলে অভিহিত করেন। বন্দুকধারীর পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি। বেসরকারী সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে, চলতি বছর দেশটিতে ২৪৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুলে গোলাগুলির ঘটনাই বেশি। সর্বশেষ এই হামলার ঘটনা ঘটে ৪ আগস্ট । ওই দিন দুটি রাজ্যে পৃথক বন্দুক হামলায় মারা গেছে অন্তত ৩০ জন। যাদের মধ্যে একজন বন্দুকধারীও আছে। ওহাইও অঙ্গরাজ্যের ডেটন এলাকায় বন্দুকধারীর হামলায় নয়জন নিহত হয়। আহত হয় ১৬ জন। নিহত হয়েছে হামলাকারীও। দেশটিতে আগ্নেয়াস্ত্র বহন এবং এর ব্যবহার আইনে কড়াকড়ি আরোপ করার জন্য প্রচার চালিয়ে যাচ্ছে কয়েকটি সংস্থা। তবে এর পাশাপাশি, স্কুলের শিক্ষক ও কর্মচারীদের হাতে অস্ত্র তুলে দেয়ার পক্ষে কথা বলছেন অনেকে। স্কুলে গোলাগুলির ঘটনাগুলো বিশ্বের বেশির ভাগ সংবাদমাধ্যমের অন্যতম প্রধান শিরোনাম হিসেবে জায়গা পেলেও এর মধ্যে অনেকগুলো ঘটনা রয়ে গেছে লোকচক্ষুর আড়ালেই। গত মাসে ভার্জিনিয়া রাজ্যের একটি প্রাথমিক স্কুল থেকে সন্তানকে আনতে গেলে একজন অভিভাবকের পায়ে গুলি লাগার ঘটনা ঘটে। অন্য আরেকজন অভিভাবকের পকেটে থাকা বন্দুক থেকে ভুলক্রমে গুলি বের হয়ে ওই অভিভাবকের পায়ে গুলি লাগায় ওই দুর্ঘটনা ঘটে।
×