ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দাপট চলছেই নাদালের

প্রকাশিত: ১০:১৬, ১৫ আগস্ট ২০১৯

  দাপট চলছেই নাদালের

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস কোর্টে দুর্দান্ত রাফায়েল নাদাল। রজার্স কাপেও তার প্রমাণ দেখালেন এই স্প্যানিয়ার্ড। রাশিয়ান প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের ৩৫তম মাস্টার্স শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। টুর্নামেন্টের ফাইনালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা নাদাল ৬-৩ এবং ৬-০ গেমে পরাজিত করেন দানিল মেদভেদেভকে। সেই সঙ্গে ২০১৯ সালের তৃতীয় শিরোপা নিজের শোকেসে তুললেন রাফা। এর আগে ইতালিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নাদাল। এটিপি মাস্টার্স শিরোপা জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন রাফায়েল নাদাল। রজার্স কাপ জিতে ৩৪ সংখ্যাটাকে তিনি নিয়ে গেলেন পঁয়ত্রিশে। ম্যাচের শেষটা খুব সহজ দেখালেও শুরুতে কিছুটা চেপে বসেছিলেন মেদভেদেভ। প্রথম গেমে দুটি র‌্যালি হয় ২৪ শট ও ৩২ শটের। মন্ট্রিয়েলের দর্শক তখন মাতোয়ারা। সেই গেমে ব্রেক পয়েন্টও পেয়েছিলেন রাশিয়ান তারকা। তবে শেষ পর্যন্ত প্রথমবার মাস্টার্স ফাইনালে ওঠা মেদভেদেভকে হারাতে কোন সমস্যা হয়নি নাদালের। দুর্দান্ত খেলেই রজার্স কাপের পঞ্চম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এই স্প্যানিয়ার্ড। মেদভেদেভকে হারানোর পর নাদাল তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি প্রথম গেমটা খুব ভাল খেলেছিলাম। মেদভেদেভ ব্রেক পয়েন্ট পেয়েছিল। ওই গেমটা বাঁচানোর পরেই আমি ম্যাচটাও ভাল খেলতে পেরেছি। এই সপ্তাহে এটাই আমার সেরা ম্যাচ নিঃসন্দেহে।’ মেদভেদেভ বলেন, ‘আমার কৌশল ছিল রাফাকে খুব বেশি সময় না দেয়া। ম্যাচের শুরুর দিকে সেটা করার চেষ্টা করেছি। কিন্তু তারপর আমি মোমেন্টামটাই হারিয়ে ফেলি। এরপর থেকে রাফাই খেলাটা পুরোপুরি নিয়ন্ত্রণ করছিল।’ রজার্স কাপ জিতলেও নাদাল অবশ্য নাম তুলে নিলেন সিনসিনাটি মাস্টার্স থেকে। এর কারণ হিসেবে তিনি ক্লান্তিকেই দায়ী করেছেন। গত বছরেও রজার্স কাপ জেতার পর সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাদাল। ইউএস ওপেনের আগে ফুরফুরে থাকার জন্যই নাদাল এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকের ধারণা। আগামী ২৬ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন। মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন নাদাল। ইউএস ওপেনে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের এই টেনিস তারকা। ২০১০ সালে প্রথমবার এই শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি। ২০১৩ সালে দ্বিতীয়বার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন নাদাল। সর্বশেষ ২০১৭ সালে ইউএস ওপেনের হ্যাটট্রিক শিরোপা জেতেন তিনি। এবার কী পারবেন শিরোপা পুনরুদ্ধার করতে? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। এটিপি মাস্টার্স শিরোপা জয়ের ক্ষেত্রে সবার ওপরে নাদাল। তার পরে রয়েছেন যথাক্রমে নোভাক জোকোভিচ (৩৩) এবং রজার ফেদেরার (২৮)। গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে অবশ্য সবার ওপরে অবস্থান রজার ফেদেরারের। সুইস টেনিসের জীবন্ত কিংবদন্তির নামের পাশে ২০ গ্র্যান্ডস্লাম। ১৮টি মেজর শিরোপা জিতে তার পরেই রয়েছেন রাফায়েল নাদাল।
×