ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেইমারকে ছাড়া ভাল লাগছে না মেসির

প্রকাশিত: ১০:১৫, ১৫ আগস্ট ২০১৯

 নেইমারকে ছাড়া ভাল লাগছে না মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির ছায়ায় থাকার কারণেই নাকি বার্সিলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) নাম লিখিয়েছেন নেইমার। অথচ সেই ব্রাজিলিয়ান তারকার জন্যই এখনও মন কাঁদে আর্জেন্টাইন অধিনায়কের। তাই তো মেসি আশাবাদী, আবারও নেইমার বার্সিলোনায় ফিরবেন। বার্সায় মেসি-নেইমারের রসায়নটা দারুণ জমে উঠেছিল। তবে অর্থের মোহে প্যারিসে চলে যান নেইমার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, এখন সেই বার্সাতেই ফিরতে ব্যাকুল ব্রাজিলিয়ান তারকা। আগে যাই ঘটে থাকুক না কেন, মেসিও মনেপ্রাণে চাচ্ছেন নেইমার ফিরে আসুক। সুযোগ পেলেই এমন চাওয়ার কথা জানান বার্সা ডায়মন্ড। আরও একবার এমন জানিয়ে মেসি বলেছেন, নেইমারের জন্য তার মনটা কেঁদে ওঠে। এতদিন নেইমারের ফেরা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। ধোঁয়াশা এখনও কাটেনি। তবে এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই ইস্যুতে বৈঠক করেছে পিএসজি ও বার্সিলোনা। মঙ্গলবার দিনভর প্যারিসে এ নিয়ে দেন দরবার হয়েছে দু’পক্ষের। কিন্তু বার্সার একাধিক প্রস্তাবে মন ভরেনি প্যারিসের পরাশক্তিদের। প্রস্তাব নিয়ে প্যারিসে যান বার্সিলোনার দুই পরিচালক সাবেক ফরাসী ডিফেন্ডার এরিক আবিদাল ও জ্যাভিয়ের বোর্ডাস। অন্যদিকে পিএসজির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সদ্যই নিযুক্ত টেকনিক্যাল ডিরেক্টর লিওনার্ডো। চলমান দলবদলে ইতোমধ্যে বার্সা অনেক অর্থ খরচ করে ফেলেছে। যে কারণে নেইমারকে নিতে পিএসজির প্রত্যাশামতো অর্থ দেয়া সম্ভব না তাদের। তাই তো নেইমারের বিনিময়ে ১০০ মিলিয়ন ইউরো এবং ফিলিপ কুটিনহো, ইভান রাকিটিচ বা নেলসন সেমেডুর মধ্যে দু’জনকে দিতে চায় বার্সা। কিন্তু পিএসজির এমন প্রস্তাব পছন্দ হয়নি। তারা পুরো অর্থই আশা করছে। তবে দলবদলে বেঁধে দেয়া অর্থের সীমার মধ্যে থাকতে হলে তা দেয়া সম্ভব নয় কাতালানদের। এ কারণেই এখনও নেইমারের বার্সা ফেরার বিষয়ে সমাধান হয়নি। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত খোলা আছে এবারের দলবদলের সময়সীমা। তাই এ সময় পর্যন্ত আশা করতেই পারেন বার্সা সমর্থকরা। মেসিও মনেপ্রাণে চাচ্ছেন দলবদলটা। এ কারণেই তিনি নাকি নেইমারকে ফোন করেছেন। ফোনালাপে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে সময়ের দুই সেরা তারকার। এর মধ্যে প্রধান কথাই ছিল নেইমারের বার্সায় ফিরে আসা। নেইমারের বার্সায় ফেরার গুঞ্জনের মধ্যে রিয়াল মাদ্রিদে যাওয়ার খবরও আছে। সেটা হয়ে গেলেও খুব বেশি অবাক হওয়ার থাকবে না। কিন্তু নেইমার বার্সার চিরপ্রদ্বন্দ্বী ক্লাবের জার্সিতে খেলুন মেসি নাকি সেটা চান না। আর্জেন্টাইন মহাতারকার ফোন করার খবরের সঙ্গে নেইমারকে ঘিরে আরও কিছু আলোচনা বার্সায় তার ফেরার পালে হাওয়া দিচ্ছে।
×