ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৬ বছর পর কোহলি

প্রকাশিত: ১০:১৪, ১৫ আগস্ট ২০১৯

 ২৬ বছর পর কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের পর আবারও জ্বলে উঠছে বিরাট কোহলির ব্যাট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। সেই সঙ্গে বেশ কয়েকটি রেকর্ডও গড়েন ভারতীয় অধিনায়ক। এদিন জাভেদ মিয়াঁদাদের ২৬ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গার পাশাপাশি স্বদেশী কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীকেও ছাড়িয়ে যান কোহলি। রবিবার কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে কোহলি টপকে যান কিংবদন্তি পাক ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদকে। এদিন ব্যাট করতে নেমে ম্যাচের পঞ্চম ওভারের চতুর্থ বলে শেলটন কটরেলকে থার্ডম্যানে ঠেলে ১ রান নেয়ার সঙ্গে সঙ্গে মিয়াঁদাদকে টপকে যান বিরাট কোহলি। আর তাতেই দীর্ঘ ২৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানকারী ব্যাটসম্যান হিসেবে উঠে আসে ভারত অধিনায়কের নাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মিয়াঁদাদের সংগ্রহ ১৯৩০ রান। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে বিরাট কোহলির রান ছিল ১৯১২। পোর্ট অফ স্পেনে নিজের ৩৩তম ইনিংসে মাত্র ১৯ রান তুলতেই জাভেদ মিয়াঁদাদকে পিছনে ফেলে দেন বিরাট কোহলি। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের সিরিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রানের নান্দনিক ইনিংস খেলে কোহলি সৌরভ গাঙ্গুলীকে টপকে ওয়ানেডেতে এখন সবচেয়ে বেশি রানের মালিকও। ২৩৮ ম্যাচে কোহলির রান এখন ১১৪০৬। গাঙ্গুলীর রান ৩১১ ওয়ানডেতে ১১৩৬৩। এই তালিকায় সবার ওপরে আছেন ভারতের শচীন টেন্ডুলকর। ৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান নিয়ে বিশ্বের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকর। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রানের দিক দিয়ে অষ্টম স্থানে রয়েছেন কোহলি।
×