ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিতেই চ্যালেঞ্জের মুখে শারাপোভা

প্রকাশিত: ১০:০৩, ১৫ আগস্ট ২০১৯

 জিতেই চ্যালেঞ্জের মুখে শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত রজার্স কাপের শুরুতেই ভক্ত-অনুরাগীদের হতাশ করেছিলেন মারিয়া শারাপোভা। এনেট কোন্টাভেইটের কাছে হেরে যে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন তিনি। তবে সিনসিনাটি মাস্টার্সে আর সেই ভুল করেননি মাশা। দারুণ জয়েই টুর্নামেন্টের মিশন শুরু করেছেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। সোমবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী শারাপোভা ৬-৩ এবং ৭-৬ (৪) গেমে এ্যালিসন রিস্ককে পরাজিত করে দ্বিতীয়পর্বের টিকেট নিশ্চিত করেন। পাঁচ বছরের মধ্যে প্রথমবার এই টুর্নামেন্টে ফিরেই জয় পাওয়ায় দারুণ খুশি শারাপোভা। এ প্রসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে রিস্ক খুব বিপজ্জনক। বিশেষ করে টুর্নামেন্টের প্রথমদিকের ম্যাচগুলোতে সে আসলেই ভয়ঙ্কর হয়ে ওঠে। সে জন্য তার বিপক্ষে ম্যাচের আগে আমি রোমাঞ্চিত ছিলাম পাশাপাশি ম্যাচটাকে নিয়েছিলাম একটা চ্যালেঞ্জ হিসেবে। শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছি আমি। এতে সত্যিই খুব খুশি।’ ২০১৪ সালে এই টুর্নামেন্টে সর্বশেষ অংশগ্রহণ করেছিলেন মারিয়া শারাপোভা। সেবার সিনসিনাটি মাস্টার্সের সেমিফাইনালও খেলেছিলেন তিনি। কিন্তু এর পরের সময়টাতে আর এখানে খেলেননি মাশা। দীর্ঘ পাঁচ বছর পর এই টুর্নামেন্টে ফিরেই নিজেকে দারুণভাবে মেলে ধরলেন বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৯৭ নম্বরে থাকা শারাপোভা। তবে দ্বিতীয়পর্বেই অগ্নিপরীক্ষা তার। কেননা পরের রাউন্ডে যে রাশিয়ান তারকার প্রতিপক্ষ এ্যাশলে বার্টি। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে বার্টির মুখোমুখি হয়েছিলেন শারাপোভা। সেই ম্যাচে রাশিয়ান তারকাকে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়। আবারও সেই বার্টিকেই প্রতিপক্ষ হিসেবে পেলেন সিনসিনাটি মাস্টার্সে। শারাপোভার অনুভূতিটা কেমন? এ বিষয়ে রাশিয়ান তারকা বলেন, ‘এই ম্যাচটাকে মোটেও সহজ বলা যাবে না। আমি মনে করি সাম্প্রতিক সময়ে সে খুবই ভাল টেনিস খেলছে। প্রতিপক্ষ হিসেবে সে খুবই ভয়ঙ্কর।’ তবে শারাপোভার জয়ের দিনে সমর্থকদের হতাশ করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের আরেক সাবেক শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকি। এদিন ইউক্রেনের তরুণ প্রতিভাবান খেলোয়াড় ডায়না ইয়াসট্রেমস্কার কাছে ৬-৪ এবং ৬-৪ গেমে হেরে যান তিনি। হতাশ করেছেন জোহানা কন্টাও। সিনসিনাটি মাস্টার্সের প্রথম রাউন্ড থেকেই যে বিদায় নিয়েছেন গ্রেট ব্রিটেনের এই তারকা খেলোয়াড়। তাও আবার বাছাই খেলোয়াড় রেবেকা পিটারসনের কাছে। প্রথম রাউন্ডের ম্যারাথন ম্যাচে পিটারসন ৬-৩, ৩-৬ এবং ৭-৫ গেমে পরাজিত করেন জোহানা কন্টাকে। এর ফলে টানা দুই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ১৪তম বাছাই জোহানা কন্টা। সভেতলনা কুজনেতসোভা প্রথম রাউন্ডের ম্যাচে হারিয়েছেন এ্যানাস্তাসিজা সেভাস্তোভাকে। কুজনেতসোভা এদিন ৭-৬ (৩), ৬-৭ (৪) এবং ৬-৪ গেমে হারিয়েছেন টুর্নামেন্টের ১১তম বাছাইকে। সাতবারের গ্র্যান্ডস্লাম জয়ী ভেনাস উইলিয়ামস অবশ্য দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটে নিয়েছেন খুব সহজেই। আমেরিকান তারকা প্রথম রাউন্ডের ম্যাচে ৭-৫ এবং ৬-২ গেমে হারিয়েছেন লরেন ডেভিসকে। এছাড়াও তিন সেটের কঠিন লড়াইয়ের পর জয় নিয়ে কোর্ট ছেড়েছেন কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভা এবং বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচ। পুতিনসেভা প্রথম রাউন্ডের ম্যাচে ৬-২, ৭-৬ (৩) এবং ৬-৩ গেমে হারিয়েছেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোকে। আর সাসনোভিচ ৬-১, ৪-৬ এবং ৬-১ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার এ্যাস্ট্রা শর্মাকে। এর আগে সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নেন সেরেনা উইলিয়ামস। মূলত রজার্স কাপের ফাইনালের দিনই ইনজুরির কবলে পড়েন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। যে কারণে সিনসিনাটিতে খেলতে পারেননি। সেই সঙ্গে ইউএস ওপেনের আগে একটা ধাক্কাও খেয়ে গেলেন ২৩ গ্র্যান্ডস্লামের মালিক।
×