ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অফিস-আদালত খুলেছে, উপস্থিতি কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৫ আগস্ট ২০১৯

 অফিস-আদালত খুলেছে, উপস্থিতি কম

বিশেষ প্রতিনিধি ॥ ঈদের পাঁচদিন ছুটি শেষে বুধবার খুলেছে সচিবালয়, ব্যাংক-বীমা ও অফিস-আদালত। বুধবার ছিল প্রথম কর্মদিবস। অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। সচিবালয় ও অফিসপাড়ায় ছিল ঈদের আমেজ। এবার সাপ্তাহিক ছুটি ও ঈদের তিন দিনসহ ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটিয়েছেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার অফিস করার পর আবার জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি নিয়ে তিন দিনের ছুটি কাটাবেন তারা। তাই বুধবার অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত একদিনের ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আগামী রবিবার (১৮ আগস্ট)। তাই কর্মব্যস্ত, যানজট আর জনজটের নগরীর সেই চিরচেনা রূপ ফিরে পাবে আগামী সপ্তাহে। সরেজমিন সচিবালয়ে গিয়ে দেখা যায়, সচিবালয়ের প্রধান ফটকে গাড়ি ও লোকজনের উপস্থিতি একেবারেই কম। এ বিষয়ে ফটকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জামিল বলেন, অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে উপস্থিতি কম।
×