ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চামড়া শিল্পও ধ্বংস করে দেয়া হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৯:৩২, ১৫ আগস্ট ২০১৯

 চামড়া শিল্পও ধ্বংস করে দেয়া হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ পাট শিল্পের মতো দেশের চামড়া শিল্পও ধ্বংস করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এর আগে ঈদের দিন সোমবার দলের নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী রাখা হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, কাঁচা চামড়া রফতানি করা হলে শতভাগ দেশীয় শিল্প অস্তিত্ব সঙ্কটে পড়বে এবং এই শিল্পে হাজার হাজার কোঢি টাকার বিনিয়োগ ঝুঁকির সম্মুখীন হবে। তিনি বলেন, কোরবানির পশুর দানের চামড়া দিয়েই মাদ্রাসা ও এতিমখানা চলে। কিন্তু তারা এবার বিপাকে পড়েছে। ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক যখন ধানক্ষেতে আগুন ধরিয়ে দিয়েছিল, ঠিক তখনই বিদেশ থেকে আমদানিকৃত ট্রাক বোঝাই চালের দৃশ্য দেখতে হয়েছিল। রিজভী বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে যখন দেশের মানুষ ক্ষোভে-দুঃখে চামড়া মাটিতে পুঁতে ফেলল ঠিক তখনি পানির দরে কেনা কাঁচা চামড়া রফতানির ঘোষণা দিল সরকার। ঈদ উপলক্ষে সরকারী ছুটির মধ্যে মঙ্গলবার রাতের অন্ধকারে কাঁচা চামড়া রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করল সরকার। গরিব, মিসকিন, এতিমদের হক মারার পর কার স্বার্থে এবং কেন তড়িঘড়ি করে চামড়া রফতানির ঘোষণা দেয়া হলো তা দেশের মানুষ জানতে চায়। রিজভী বলেন, একদিকে সাধারণ জনগণের কাছ থেকে কম টাকায় চামড়া কিনে এতিম-মিসকিনদের পেটে নিষ্ঠুরতায় লাথি মারা হলো। অন্যদিকে এখন আবার কাঁচা চামড়া বিদেশে রফতানির সুযোগ দিয়ে দেশের চামড়া শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হলো। আর এসব ছিল পূর্ব পরিকল্পিত এবং সিন্ডিকেটের লুটপাটের জন্য মহাকারসাজি। এই চামড়াই আবার দেখা যাবে অন্য দেশ থেকে আমদানি করা হবে চড়ামূল্যে। রিজভী বলেন, চামড়াশিল্প ধ্বংস করতে পানির দরে কেনা কাঁচা চামড়া প্রতিবেশী দেশে রফতানি করতে চাচ্ছে সরকার। এতে করে ঠকানো হয়েছে এতিম, গরিব ও মিসকিদের। আর জেতানো হয়েছে লুটেরা ও সিন্ডিকেটকে। এর ফলে ক্ষতি হবে চামড়া শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অনেক লোক। বেকার হয়ে পড়বে এর সঙ্গে জড়িতে বিপুলসংখ্যক মানুষ। তাই আমরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, চামড়া শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে অথচ দেখার কেউ নেই। জবাব দেয়ার কেউ নেই। তিনি বলেন, সুইস ব্যাংকে আর কত টাকা পাঠানো হলে দেশের জনগণ মুক্তি পাবে? সুষ্ঠু নির্বাচনকে দূরে ঠেলে দেয়ায় এখন আর জনগণের সরকার নেই বলে এভাবে দেশের সর্বনাশ হচ্ছে। রিজভী বলেন, কোরবানির পশুর চামড়ার টাকা গরিব, মিসকিন ও এতিমদের হক। এ চামড়া বিক্রির টাকা তাদের মধ্যেই বিতরণ করার নিয়ম। এটা তাদের ঈদের আনন্দের একটা উৎস। বিএনপি সরকারের সময়ে দেশে একটি কাঁচা চামড়া কয়েক হাজার টাকায় বিক্রি হতো কিন্তু এখন তা বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়। সব জিনিসের দাম হু হু করে বাড়লেও দফায় দফায় কমতে কমতে দশ ভাগের এক ভাগে নেমেছে কাঁচা চামড়ার দাম। রিজভী বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যখন ঈদ যাত্রায় দুর্ভোগকে স্বস্তিদায়ক আর আনন্দযাত্রা বলছেন তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রবিবার ফেসবুক পোস্টে তুলে ধরেছেন ঈদে তার বাড়ি ফেরার চরম ভোগান্তির কথা। তিনি লিখেছেন, ট্রেন ১৫ ঘণ্টা দেরিতে ছাড়ল। তাই সিডিউলে থাকা অনেক প্রোগ্রাম মিস করতে হলো। খালেদাকে অন্যায়ভাবে কারাবন্দী রাখা হয়েছে- মোশাররফ ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার ঈদের দিন দলের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগর জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। ড. মোশাররফ বলেন, অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে জিয়াউর রহমানের মাজারে এসেছি। যেহেতু বিএনপি চেয়ারপার্সন কারাগারে তাই তিনি আসতে পারেননি, তার পক্ষ থেকে আমরা এসেছি। আমরা মনে করি, দেশে জনগণের সরকার নেই। জনগণের প্রতি এ সরকারের কোন দায়বদ্ধতা নেই বলেই সকল ক্ষেত্রে অব্যবস্থা ও নৈরাজ্য চলছে।
×