ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনার জিআরপি থানায় গণধর্ষণের অভিযোগ তদন্তে সময় চেয়েছে কমিটি

প্রকাশিত: ০৯:১৬, ১৫ আগস্ট ২০১৯

 খুলনার জিআরপি থানায়  গণধর্ষণের অভিযোগ  তদন্তে সময় চেয়েছে  কমিটি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জিআরপি থানায় (রেলওয়ে থানা) এক গৃহবধূ নারীকে (৩০) গণধর্ষণের অভিযোগ তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন দাখিলের জন্য আরও ১৫ দিন সময় চেয়েছে। মঙ্গলবার প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত ছিল। তদন্ত কাজ সম্পন্ন না হওয়ায় সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ও রেলওয়ে পুলিশের পাকশী জোনের গঠিত তদন্ত কমিটির প্রধান ফিরোজ আহমেদ। ওই নারী খুলনা রেলওয়ে থানায় তাকে নির্যাতন ও থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণের অভিযোগ আদালতে করার পর পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশ সদর দফতর থেকেও চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত সম্পন্ন না হওয়ায় প্রতিবেদন দাখিলের জন্য আরও ১৫ দিন সময় চেয়েছে রেলওয়ে পুলিশের পাকশী জোনের গঠিত তদন্ত কমিটি। পুলিশ সদর দফতরের গঠিত কমিটিরও সময় প্রয়োজন হবে বলে একটি সূত্র জানিয়েছে।
×