ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোরবানির গরু জবাই করতে গিয়ে চাপাতি পেটে ঢুকে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:১২, ১৫ আগস্ট ২০১৯

 কোরবানির গরু জবাই করতে গিয়ে চাপাতি  পেটে ঢুকে  শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৪ আগস্ট ॥ কোরবানির গরু জবাই করার সময় অসাবধানবশত কসাইয়ের হাত থেকে চাপাতি ছুটে গিয়ে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার সময় সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার সময় বাড়ির লোকজন উঠানে কোরবানির গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েক শিশু দাঁড়িয়ে তা দেখছিল। একপর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় মাটিয়ে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন ওই শিক্ষার্থীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×