ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে বিদ্যুতস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ০৯:১২, ১৫ আগস্ট ২০১৯

 শেরপুরে বিদ্যুতস্পৃষ্টে বিজিবি সদস্যের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৪ আগস্ট ॥ শেরপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রবিউল করিম (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের খরমপুর ঋষিপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। রবিউল সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দুই সন্তানের জনক। জানা যায়, রবিউল করিম স্ত্রী-সন্তান নিয়ে শেরপুর শহরের খরমপুর ঋষিপাড়া এলাকায় ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার ঘরের একটি সুইচ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রবিউল। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুরে দুইজন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর থেকে জানান, পৃথক স্থানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার বশিকপুর গ্রামে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে মঙ্গলবার রাত ১২টার দিকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পারভীন আক্তার নামে এক নারী মারা গেছে। আহত হয় শাহনাজ নামে আরেক নারী। অপরদিকে বুধবার সকালে বেকারিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই উপজেলার লাহারকান্দি এলাকায় তারেক নামে আরেক যুবকের মৃত্যু হয়। চট্টগ্রামে স্কুলছাত্রী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার পশ্চিম রামপুরা এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আফসানা জাহান তাসমি (১৬) ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তাসমি খাজা গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সকালে নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয় সে।
×