ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছিনতাই করা ৯০ লাখ টাকার ওষুধ কুমিল্লায় উদ্ধার

প্রকাশিত: ০৯:১১, ১৫ আগস্ট ২০১৯

ছিনতাই করা ৯০ লাখ  টাকার ওষুধ  কুমিল্লায় উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৪ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে এসিআই কোম্পানি লিমিটেডের ৯০ লাখ টাকার ওষুধসহ ছিনতাইকৃত কাভার্ডভ্যান কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার সদর থানার আশরাফপুর ইপিজেডের ১নং রোডের শাহআলম নামে এক ব্যক্তির গোডাউন থেকে এ মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা সদর থানার সাততলা দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আব্দুল কাদের, একই জেলার বরুড়া থানার নবিপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে কবির হোসেন, বরিশাল জেলার উজিরপুর থানার জুগিরকান্দা এলাকার মৃত ওহাব মোল্লার ছেলে কাউসার, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বাসাইল এলাকার মৃত মেহের আলীর ছেলে আবু তাহের, নরসিংদী জেলার পলাশ থানার পাইশকা এলাকার মাইনউদ্দিনের ছেলে শাকিল, ফেনী জেলার সোনাগাজী থানার চরকৃষ্ণধর এলাকার আলমগীরের ছেলে আরিফুল ইসলাম, চাঁদপুর জেলার সদর থানার বুলিশা এলাকার সেকান্দার আলীর ছেলে নূরুজ্জামান, রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত মতিউর রহমানের ছেলে শহিদুল ইসলাম।
×