ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা সভা

প্রকাশিত: ০৯:০০, ১৪ আগস্ট ২০১৯

শেরপুরে ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে ডেঙ্গু বিষয়ে জেলা সদর হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতিউর রহমান আতিক এমপি। সিভিল সার্জন ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, জেলা স্বাচিপের সভাপতি ডাঃ এটিএম মামুন জোশ প্রমুখ। জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমি, জামাতা ডাঃ মোঃ জুয়েলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এ পর্যন্ত জেলা সদর হাসপাতালে ৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছেন ২৩ জন রোগী। এর আগে হুইপ আতিক ডেঙ্গু কর্ণার ঘুরে দেখেন এবং সেখানে ভর্তি থাকা রোগীদের খোঁজ-খবর নেন।
×