ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নৌকাডুবিতে দুই জনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫০, ১৫ আগস্ট ২০১৯

 বগুড়ায় নৌকাডুবিতে দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবিতে দুইজনের মৃত্যু এবং পাঁচজন নিখোঁজ হয়েছে। তারা হলো- জহুরা (৩০) ও আমেনা (৫৮)। এ ঘটনায় আরও ১২ জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেয়। ফায়ার সার্ভিস পুলিশসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। এ ঘটনায় বুধবার পর্যন্ত নিখোঁজরা হলেন-চক পাকেরদহ গ্রামের জাহিদুল (২৫) ও তার সাতমাসের সন্তান জুনায়েদ আল হাবিব, পাকুরিয়ার সবুর আলী (৫৫) ও তার সাত বছরের মেয়ে সুরমা আক্তার এবং মানিকদাইর চর এলাকার কাজলী বেগম (২৫)। জানা গেছে, মানিকদাইর এলাকা থেকে যাত্রীবাহী একটি নৌকা সারিয়াকান্দির কালিতলা ঘাটে আসছিল। নৌকাটিতে ৫০/৬০ যাত্রী ছিল। পথে পাকুরিয়ার চরে নৌকাটির তলা ফেটে ডুবে যায়। সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, বুধবার দুপুরে কাজিপুরের দুর্গমচরে যমুনা নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় একজন মারা গেছে। বরসহ প্রায় ছয়জন এখনও নিখোঁজ রয়েছে। আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে নিকটবর্তী সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনসুরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জামুরিয়া এলাকা থেকে বরযাত্রীবাহী একটি নৌকা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার দুর্গমচর খাসরাজবাড়ি ইউনিয়নের বিশুড়িগাছা গ্রামে আসার পথে মনসুরনগর ইউনিয়নের ছিন্না এলাকায় যমুনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আকস্মিকভাবে ডুবে যায়। মাধবপুরে ২ নারী নিজস্ব সংবাদদাতা মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, মাধবপুরের হাওড়ে নৌকা ডুবে ২ নারীর মৃত্যু ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া হাওড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চিতনা গ্রামের ফজল হকের স্ত্রী সায়েরা খাতুন(৬০) একই গ্রামের মৃত মনসুর আলীর স্ত্রী সৈয়দ বানু(৬২)। নিহত সায়েরার ছেলে আক্কাছ মিয়া জানান, ওইদিন চিতনা গ্রাম থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ৩০ জন আরোহী নিয়ে আখাউড়া খমড়পুর মাজার ওরশে যাবার সময় মাধবপুর উপজেলার ধনকুড়া হাওড়ে পৌছালে যাত্রীদের চাপে নৌকার মাচাং ভেঙ্গে নৌকাটি ডুবে কিছু জায়গা ভেঙ্গে যায়। এ সময় নৌকাতে থাকা যাত্রীরা নৌকার উপর থেকে দ্রুত নামতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। পায়রায় ১৩ জেলে নিখোঁজ নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানানে, দলছুট কচুরিপানার মতো ভাসতে ভাসতে পায়রাবন্দর চ্যানেলের প্রবেশদ্বার বয়া জাপটে ধরেন জেলে আলী হোসেন। বয়স ৩০-৩৫ বছর। আলী হোসেন জানান, সোমবার তাদের নুর-আফসার কোম্পানির ট্রলারটি ১৫ জেলেসহ গভীর সাগরবক্ষে ডুবে যায়। এরপর আর কিছুই মনে নেই। মঙ্গলবার দুপুরে কলাপাড়ার চাপলী বাজারের সগির কোম্পানির ট্রলার কিনারে ফেরার সময় বয়ার সঙ্গে ভাসতে দেখে আলী হোসেনকে উদ্ধার করেন। বর্তমানে আলী হোসেন চাপলী বাজারে বেল্লাল সরদারের কাছে রয়েছেন। আলী হোসেন একদিন সাগরে ভেসেছেন। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলায়। বাবার নাম আলী হোসেন। ডুবে যাওয়া ট্রলারের মাঝির নাম নুরউদ্দিন। মঙ্গলবার সন্ধ্যার পরে আরও ১৩ জেলেকে গঙ্গামতির সাগরের অগভীর এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় পায়রা বন্দর চ্যানেলের রামনাবাদ সাগর মোহনায় বেল্লাল খন্দকারের একটি ট্রলার সাত জেলেসহ ডুবে যায়। এক ঘণ্টা ভাসার পরে লালুয়ার ব্যুরোজালিয়ার জেলেরা এদের উদ্ধার করেন।
×