ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ঈদের দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৭, ১৫ আগস্ট ২০১৯

 নওগাঁয় ঈদের দিন পানিতে  ডুবে দুই শিশুর  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ আগস্ট ॥ ঈদের দিনে পানিতে ডুবে ২ শিশু কন্যার মৃত্যু হয়েছে। জানা গেছে, ঈদের দিন দুপুরে নওগাঁ পৌর এলাকার খিদিরপুর মহল্লার সুমন কুমারের শিশু কন্যা তমা (৭) পার্শ্ববর্র্তী একটি পুকুর পাড়ে তাল কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। তার সঙ্গীরা খবর দিলে বাড়ির লোকজন তার মরদেহ উদ্ধার করে। অপরদিকে জেলার সাপাহার উপজেলার ময়নাকুড়ি গ্রামে ওইদিন সকালে ঈদের নামাজের সময় কনক (৫) নামে এক শিশু খাড়ির পানিতে ডুবে মারা যায়। কনক ওই গ্রামের ট্রলি চালক আব্দুর রশিদের কন্যা। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সদর থানা যুবলীগের সহ-সম্পাদক, সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেনের একমাত্র ছেলে দ্বিতীয় শ্রেণী ছাত্র আল শাহরিয়ার আলোক (৭) মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে শাহরিয়ার ও তার চাচাত বোন বাড়ির পাশে পুকুর পারে শাপলা তুলতে গেলে শাহরিয়ার আলোক পুকুরের পানিতে পরে যায়। পরে তার চাচাত বোন বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন শাহরিয়ারকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুরে শিশু নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, দেওয়ানগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে হাবিব (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার হ্যালিপ্যাডের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় মাটিয়াখোলা গ্রামের দরিদ্র মনির হোসেনের। জানা গেছে, হাবিব বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকটি শিশুর সঙ্গে দেওয়ানগঞ্জ পৌরসভার হ্যালিপ্যাডের পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে হাবিব পানিতে ডুবে নিখোঁজ হয়।
×