ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডলারের দামে পরিবর্তন আনছে না কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ০৮:৪৪, ১৫ আগস্ট ২০১৯

 ডলারের দামে পরিবর্তন আনছে না কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আপাতত ডলারের বিপরীতে টাকার মানে কোন পরিবর্তন আনছে না বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি বলছে, রফতানি আয় ও রেমিটেন্সে কিছুটা স্বস্তির বাতাস লাগায় বাজারে ডলার সঙ্কটের তীব্রতা অনেকখানিই কমে এসেছে। তাই টাকার অবমূল্যায়নেরও চাপ কমেছে। আয়বৈষম্য নিয়ে বিতর্ক থাকলেও দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে বহু মানুষের বাড়ছে সামর্থ্য। এখন ঈদে কিংবা টানা ছুটিতে বহু মানুষই পরিবার পরিজন নিয়ে বিদেশ ভ্রমণে যান। ফলে ঈদ আসলেই তৈরি হয় নগদ ডলারের সঙ্কট। তবে এ বছর দরে খুব একটা উত্থান-পতন ঘটেনি। এর অন্যতম কারণ রেমিটেন্স ও রফতানি আয়ে উর্ধমুখী ধারা। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, সবশেষ ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছিল মে মাসে। তারপরে ডলারের দর ৮৪ টাকা ৫০ পয়সাতেই অটল আছে। আর মে পরবর্তীতে রেমিটেন্সেও আছে উচ্চ প্রবৃদ্ধি, শুধু জুলাই মাসেই এসেছে ১৫৪ কোটি ডলার। আর রফতানি প্রবৃদ্ধিও ১৩ শতাংশ ছাড়িয়েছে। সব মিলিয়েই কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হচ্ছে বলে মনে করেন এবিবির সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান। তবে কিছু ব্যাংকের ডলার সঙ্কট থাকলে সেটা মেগা প্রকল্পের অর্থ পরিশোধেই খরচ হচ্ছে। যা শীঘ্রই কেটে যাবে বলে মনে করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস-উল ইসলাম। ২ শতাংশ প্রণোদনা কার্যকর হলে, ডলারের সঙ্কট অনেকাংশেই কেটে যাবে বলে মনে করেন তিনি।
×