ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার মুজাফফরাবাদে স্বাধীনতা দিবস উদযাপন করবেন পাকিস্তান

প্রকাশিত: ২৩:১০, ১৪ আগস্ট ২০১৯

এবার মুজাফফরাবাদে স্বাধীনতা দিবস উদযাপন করবেন পাকিস্তান

অনলাইন ডেস্ক ॥ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা নিয়ে এখনো নিজের অবস্থানে অটল পাকিস্তান। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কাশ্মীরিদের প্রতি সংহতি জানাতে প্রধানমন্ত্রী ইমরান খান এবার স্বাধীনতা দিবস উদযাপন করবেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে। ১৪ অগাস্ট সেখানে যাওয়ার কথা রয়েছে ইমরান খানের। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও বিরোধী পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো রবিবার রাতেই মুজাফফরাবাদে পৌঁছেছেন। সোমবার সেখানে ঈদ উদযাপন করেন তাঁরা। কাশ্মীরের জনগণের প্রতি 'সংহতি' জানানোর জন্যই তাঁরা সেখানে ঈদ পালন করার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান কাশ্মীরিদের 'আত্মনিয়ন্ত্রণের দাবিতে ন্যায়সঙ্গত সংগ্রামকে' সমর্থন জানাচ্ছে। একইসঙ্গে ওই কমিটিতে সিদ্ধান্ত হয়, ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে 'কালো দিবস' পালন করবে পাকিস্তান। এভাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও কারফিউ জারির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। এবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের সরকার বিশেষ লোগো প্রকাশ করেছে। এর থিম হলো 'কাশ্মীর বনেগা পাকিস্তান'। তাতে কাশ্মীর কথাটি লেখা আছে লাল রঙে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে পাকিস্তান। আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীর প্রসঙ্গ তোলা হবে বলে ঘোষণা করেছে দেশটির সরকার।
×