ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোরবানির প্রাণীর প্রতি মানবিক হোন : জয়া

প্রকাশিত: ০১:০০, ১১ আগস্ট ২০১৯

কোরবানির প্রাণীর প্রতি মানবিক হোন : জয়া

অনলাইন রিপোর্টার ॥ তারকাদের অনুসরণ করে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের যেকোনো বক্তব্য-বার্তায় সাড়া পড়ে সবার মধ্যে। তারকারাও বিভিন্ন ইস্যুতে সবাইকে সচেতন করে তুলতে সচেতনতামূলক বার্তা দিয়ে থাকেন। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। দিনটি সামনে রেখে ভক্তদের জন্য তেমনই এক বার্তা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ রবিবার সকালে কোরবানির পশুর প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন জয়া আহসান। ‘প্রাণীদের অহেতুক আঘাত করা নৈতিকতাবিরোধী ও প্রাণীকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ’ উল্লেখ করে জয়া আরো লেখেন, ‘প্রতিটি প্রাণীর যন্ত্রণাবোধ রয়েছে। হাট থেকে বাসায় নেওয়ার সময় যন্ত্রণা দেবেন না।’ জয়ার এই ইতিবাচক বার্তায় মুহূর্তের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায় ভক্তদের মধ্যে। অনেকেই জয়াকে প্রশংসনীয় এ বার্তার জন্য ধন্যবাদ জানান। প্রাণীকে কষ্ট দেওয়ার বর্ণনা করে এক ভক্ত লিখেছেন, ‘হাট থেকে বাজারে নেওয়ার সময় যতটা যন্ত্রণা দেওয়া হয়, তার চেয়ে বেশিই দেওয়া হয় হাটে। খেয়াল করে দেখবেন, প্রতিটি গরুর মাথার দিকটা উঁচু করে বাঁধা হয়, অসমান জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বেঁধে রাখা হয় শুধু গরুর পেছনের দিকের মাংসটা বেশি দেখানোর জন্য। দুই পা উঁচিয়ে কোনো প্রাণীই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, কষ্ট হয় চরম।’ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তাঁর। ওপার বাংলায়ও সাফল্যমণ্ডিত জয়া। ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘দেবী’, ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘কণ্ঠ’সহ দুই বাংলায় বেশ কয়েকটি সুপারহিট সিনেমা আছে তাঁর ঝুলিতে।
×