ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনিয়া গান্ধী আবার কংগ্রেস সভাপতি

প্রকাশিত: ২২:২০, ১১ আগস্ট ২০১৯

সোনিয়া গান্ধী আবার কংগ্রেস সভাপতি

অনলাইন ডেস্ক ॥ আবারও ভারতীয় কংগ্রেসের হাল ধরলেন সোনিয়া গান্ধী। গতকাল দিনভর বৈঠক শেষে নতুন সভাপতি নির্ধারণ করতে না পেরে সোনিয়াকেই কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি নির্বাচিত করা হয়। দুই বছর পর ছেলের পদত্যাগ করা পদে আবারো আসীন হলেন তিনি। গত ২৫ মে মাসে রাহুল গান্ধী পদত্যাগের পর থেকে নেতৃত্বশূন্যতায় ছিল ভারতের ১৩৪ বছরের পুরোনো দলটি। ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কংগ্রেসের দায়িত্বপালন করেছেন সোনিয়া। সবশেষ পদত্যাগ করার আগে জানিয়েছিলেন, ‘নেতৃত্ব থেকে এটাই তার শেষ বিদায়’। তবে রাহুল গান্ধীও পদত্যাগ করার সময় বলেছিলেন, পরবর্তী সভাপতি যাতে গান্ধী পরিবারের বাইরে কাউকে নির্বাচিত করা হয়। অবশ্য এতে তার মা সোনিয়ারও সায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কংগ্রেসের বিকল্প নেতৃত্ব খুঁজে নিতে ব্যর্থ হলেন। ফের গান্ধী পরিবারের কাঁধে দিতে হলো দলের হাল।
×