ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় যাচ্ছেন শূটাররা

প্রকাশিত: ১১:২৬, ১১ আগস্ট ২০১৯

 ইন্দোনেশিয়ায় যাচ্ছেন শূটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ শুধু খেলার জন্য খেলা নয়, এসএ গেমসের আগে ভাল প্রস্তুতি সারতে পদক জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। ইন্দোনেশিয়া শূটিং চ্যাম্পিয়নশিপের জন্য দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমন কথাই জানান শূটাররা। এই টুর্নামেন্টে ভাল করা শূটারদের নিয়ে নবেম্বরে কাতারে সুযোগ থাকছে অলিম্পিকে কোটা প্লেসের জন্য লড়ার। এরপরই শূটারদের নিয়ে দক্ষিণ কোরিয়ার তিন শহরে দীর্ঘ একমাসের প্রস্তুতি ক্যাম্প সারবে বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশন। ১৮ আগস্ট থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে আসর। কিন্তু বাংলাদেশের ইভেন্ট পরে থাকায় শূটার দল দেশ ছাড়বে দুইদিন বাদে ২০ আগস্ট। রাইফেল ও পিস্তল দুই বিভাগ থাকলেও শুধু রাইফেলে লড়বে ছেলে-মেয়ে মিলিয়ে দেশের সেরা ১০ শূটার। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত শূটাররা। এ টুর্নামেন্টের গুরুত্ব অন্য জায়গায়। এখানে ভাল করাদের নিয়ে নবেম্বরে কাতারের দোহায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে কোটা প্লেসের জন্য খেলতে যাবে শূটাররা। সেখানে ভাল করলেই সুযোগ মিলবে ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নেয়ার। তাই সেই অঞ্চলেরই কোচ কিম ইয়ংয়ের হাত ধরে নিয়মিত শিখছে শূটাররা। ৭ দিনের টুর্নামেন্ট শেষে দেশে ফিরেও অবসর নেই শূটারদের। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আবার টিকেট কাটতে হবে দক্ষিণ কোরিয়ার বিমানের। একমাসের অনুশীলন ও প্রতিযোগিতার জন্য ক্যাম্প বসবে কোরিয়ার তিন শহরে। ফেডারেশনের তাই প্রস্তুতিতে ঘাটতি না রাখতে দ্বিধাহীন। ২৭ আগস্ট শেষ হবে টুর্নামেন্ট। শূটাররা দেশে ফিরবে পরদিন।
×