ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উসাইন বোল্টকে আনার চেষ্টা

প্রকাশিত: ১১:২৬, ১১ আগস্ট ২০১৯

 বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উসাইন বোল্টকে আনার চেষ্টা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী চার বছরে দেশের এ্যাথলেটিক্সে আমূল পরিবর্তন আনতে চান ফেডারেশনের নবনির্বাচিত (এ নিয়ে টানা দু’বার) সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। এছাড়া সাফের এ্যাথলেটিক্স কমিটির যুগ্ম-সম্পাদক হওয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে আরও সুবিধা এনে দিতেও প্রতিজ্ঞাবদ্ধ তিনি। প্রায় অর্ধযুগ পর এ্যাথলেটিক্স ফেডারেশনে বেজেছিল নির্বাচনের ডামাডোল। নানান জল্পনা-কল্পনা পেছনে ফেলে যেখানে বিপুল ভোটে বিজয়ী মন্টু-ফারুক পরিষদ। আগামী চার বছর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ ফেডারেশনের দায়িত্ব থাকবে তাদের হাতে। পরিকল্পনা অনেক হয়েছে। এবার পালা এক ছাদের নিচে ৩০টিরও বেশি ডিসিপ্লিনের খেলা এ্যাথলেটিক্স ফেডারেশনকে নতুনত্বের ছোঁয়া দেয়া। মন্টু শোনালেন আগামী চার বছরের পরিকল্পনা। তিনি বলেন, ‘এ্যাথলেটিক্স ফেডারেশনকে আধুনিকভাবে সাজাচ্ছি। বহির্বিশ্বে যাতে খুব অল্প সময়ের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি।’ শেখ কামাল পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স ছাড়াও মন্টুর অন্যতম এজেন্ডা তৃণমূল পর্যায়ে অন্তর্কোন্দল কমিয়ে কাউন্সিলদের নিয়ে একসঙ্গে কাজ করা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশেষ টুর্নামেন্ট আয়োজনে উসাইন বোল্টের মতো বিশ্বের সেরা এ্যাথলেটকে নিয়ে এসে তরুণদের উদ্বুদ্ধ করা। সাফ এ্যাথলেটিক্স কমিটির যুগ্ম-সম্পাদকও তিনি। তাই বাড়তি চাপ তার মাথায়। তবে চাপ সামলে সবচেয়ে বড় বাধা সেই আর্থিক দৈন্যতার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
×