ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোটাতাজা করা পশু থেকে সাবধান

প্রকাশিত: ১০:৪৪, ১১ আগস্ট ২০১৯

 মোটাতাজা করা পশু থেকে সাবধান

বিশেষ প্রতিনিধি ॥ সাবধান! ‘বাহবা’ কিংবা ‘প্রশংসা’ কুড়ানোর জন্য অনেকেই পবিত্র ঈদ-উল-আজহায় কোরবানির জন্য মোটা তাজা গরু বা পশু কিনেন। মোটা তাজা দেখলেই কিনবেন না। কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু বা পশু কিনলে ঠকতে পারেন। অতি মুনাফালোভী পশু ব্যবসায়ীরা এবারের পশুর হাটগুলোতে নিয়ে এসেছেন প্রচুর মোটা তাজা গরু, মহিষ। রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া এক শ্রেণীর ধনাঢ্যরা সমাজের বাহবা ও প্রশংসা কুড়ানোর জন্য কিনে আনছেন মোটা তাজা গরু বা মহিষ। মোটা তাজা গরু বা মহিষ কেনার আগে ভাল করে দেখে শুনে পরীক্ষা করে নিন, সুস্থ কিনা? নতুবা- শুধু ঠকাই নয়, কোরবানিটাও মাঠে মারা যেতে পারে। মোটা তাজা গরু বা পশু কেনা বিষয়ে সতর্ক ও সাবধান করে দিয়েছেন পশু চিকিৎসকগণও। পশুর হাটগুলোতে সরেজমিনে ঘুরে এই ধরনের প্রতিবেদন তৈরি করেছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, এবারের পবিত্র ঈদ-উল-আজহা সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন পশুর হাটে প্রচুর মোটা তাজা গরু, মহিষ আমদানি হওয়ার খবর পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিপুল সংখ্যক মোটা তাজা পশুর আমদানির বিষয়ে অনুসন্ধান করেছেন পুলিশ ও গোয়েন্দারা। অভিমত সংগ্রহ করেছেন পশু চিকিৎসকগণের। অতি মুনাফা লোভীরা কিভাবে গরু বা পশুকে মোটা তাজা করছেন এবং ক্রেতাদের আকর্ষণ করে কিভাবে ঠকাচ্ছেন সেই বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশের একজন কর্মকর্তা বলেন, মোটা তাজা ‘স্বাস্থ্যবান’ পশু দেখে বাহবা করছেন অনেকেই। আবার প্রশংসাও করছেন অনেকেই। কিন্তু ঈদের বা কোরবানির আগে পশু অসুস্থ হয়ে পড়তে পারে। বিপুল অংকের টাকায় কেনা পশু অসুস্থ পশুর মৃত্যুও হতে পারে। কোরবানির মুহূর্তের সময়টা যদি এমন হয়, তখন কি হবে? গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানান, প্রতিবছর কোরবানির ঈদে পশু কেনা হলেও তা যাচাই-বাছাই করার পারদর্শিতা থাকে হাতে গোনা কিছু মানুষের। ফলে কেউ ভাল পশু কিনতে গিয়ে দালালের খপ্পরে পড়ে বাড়তি টাকা গোনেন। আবার কেউ আবার অসাধু বিক্রেতার ফাঁদে পড়ে কৃত্রিম উপায়ে মোটা তাজা করা পশু ঘরে আনেন। কৃত্রিম উপায়ে মোটা তাজা করা পশুগুলো অনেকসময় ঈদের আগেই অসুস্থ হয়ে কোরবানির অযোগ্য হয়ে যায়, কিছু পশু মারাও যায়। ফলে ক্রেতার মাথায় হাত পড়ে।
×