ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ছাগল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে সভা

প্রকাশিত: ১০:৪৩, ১১ আগস্ট ২০১৯

 কেরানীগঞ্জে ছাগল  ব্যবসায়ীকে পিটিয়ে  হত্যার বিচার দাবিতে সভা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১০ আগস্ট ॥ কেরানীগঞ্জে ছাগল ব্যবসায়ী বাদল হোসেনকে খামার থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বড় ছেলে স্বপন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে ৭ জন নামীয় ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার দুপুরে জিনজিরা গরুর হাটে ছাগল নিয়ে ঝগড়ার জের ধরে আমিরাবাগ থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বাদল হোসেনকে। এদিকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে শনিবার সন্ধ্যায় আমিরাবাগ মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসী প্রতিবাদ সভা করেন। এতে বক্তব্য দেন জিনজিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন, সাবেক ইউপি সদস্য নুর হোসেন নুরু, ইউপি সদস্য অপু, বিশিষ্ট ব্যবসায়ী আলিম উদ্দিন প্রমুখ। নিহতের ভাতিজা শরীফ জানান, শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে আনা হয়। বাদ মাগরিব কালিন্দী কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। বাড়িঘর তালা দিয়ে আসামিরা পলাতক রয়েছে। তবে নানা পন্থা ব্যবহার করে তারা আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যোবায়ের বলেন, যে স্থানে বাদল হোসেনকে আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমরা সেই ফুটেজ সংগ্রহ করেছি। এতে প্রাথমিকভাবে ৭ জনকে শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি জিনজিরা রহমতপুরের বাসিন্দা সাচ্চু, তার ছেলে ও ভাতিজার নেতৃত্বে বেশ কয়েকজন এ হত্যাক-ের সঙ্গে জড়িত। যাদের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।
×