ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সূর্যমুখীর বাগানে সুমোদের ভিড়

প্রকাশিত: ১০:২২, ১১ আগস্ট ২০১৯

 সূর্যমুখীর বাগানে  সুমোদের ভিড়

সূর্যমুখী ফুলের বাগানের ফুল যখন ফুটে তখন তার সৌন্দর্যে মোহিত হন না এ রকম লোক খুব কমই আছেন। আবার জাপানের সুমো রেসলারদের নিয়ে সারা পৃথিবীর আগ্রহ প্রবল। দেহের আকৃতির জন্যই হোক বা অন্য কোন কারণ, সুমোদের দেখতে উৎসাহ সবাই দেখিয়ে থাকেন। আর এই সুমোরা যখন সূর্যমুখীর বাগানে, তখন তো সবার আগ্রহ আরও বেশি বেড়ে যাবে এটাই নিয়ম। সম্প্রতি ওশাইকি নামে জাপানের এক ব্যক্তি নিজের টুইটার এ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, একটি সূর্যমুখী ফুলের বাগানে দাঁড়িয়ে রয়েছেন একদল সুমো রেসলার। সূর্যমুখী ফুলের পাশাপাশি বাগানে দাঁড়িয়ে সুমোদের হাসি বাগানের শোভা আরও বাড়িয়ে দিচ্ছে। ছবিটি তোলা হয়েছে জাপানের হিরাতানি এলাকায়। জাপানে সুমো রেসলাররা ‘রিকিসি’ নামেও পরিচিত। এই সুমোরদের রেসলিং প্রতিযোগিতা জাপানে খুবই জনপ্রিয় একটি খেলা। - জাপান টাইমস
×