ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা ॥ তোফায়েল

প্রকাশিত: ০৯:৩৮, ১১ আগস্ট ২০১৯

 ডেঙ্গু এখন বৈশ্বিক   সমস্যা ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১০ আগস্ট ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা। বিশ্বব্যাপী ডেঙ্গুতে কোটি কোটি লোক আক্রান্ত হয়েছে। ফিলিপিন্সের মতো দেশে ১ লাখ ২০ হাজার লোক আক্রান্ত হয়েছে। পাঁচশ’ লোক মারা গেছে। দলমত সকলে সেখানে ঐক্যবদ্ধ হয়েছে। নিকারাগুয়া জরুরী অবস্থা ঘোষণা করেছে। শনিবার বেলা ১১টায় ভোলা জেলা পরিষদ হল রুমে ভোলা চেম্বার, ডে ক্রিসেন্ট ও সিভিল সার্জনের যৌথ উদ্যোগে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্তদান কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, আমরা কেউ যেন ডেঙ্গু সমস্যাকে রাজনীতি হিসেবে ব্যবহার না করি। এটা একটা মানবিক সমস্যা। প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কেউ কাউকে দোষারোপ করে কোন লাভ নেই। তবে এটা ঠিক আমাদের আরও আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করা উচিত ছিল। ঢাকা শহরে আগেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা উচিত ছিল। তাই রাজনীতি না করে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু সমস্য মোকাবেলা করি। এটিই হবে আমাদের জন্য সবচেয়ে উত্তম পথ। তিনি আরও বলেন, আজকে শুধু বাংলাদেশ নয়। ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতসহ পৃথিবীর অনেক দেশ ডেঙ্গুতে আক্রান্ত। ভোলা চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মমিন টুলুর সভাপতিত্বে রক্তদান কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।
×