ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জমে উঠেছে মসলার বাজার

প্রকাশিত: ০৮:৪২, ১১ আগস্ট ২০১৯

 জমে উঠেছে মসলার বাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরবানি ঈদের আগে মসলার বাজার বেশ জমে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় রান্নার মসলার দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড়। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার চিরচেনা দ্বন্দ্বের মাঝে সরবরাহ রয়েছে স্বাভাবিক। নতুন করে দামের কারসাজির আর কোন অবস্থা নেই বলে জানান ব্যবসায়ীরা। কোরবানি ঈদের আগে রাজধানীর মসলার দোকানগুলোয় দেখা মেলে ক্রেতাদের ভিড়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে চাহিদা বাড়লেও রাজধানীর বাজারগুলোয় পেঁয়াজ-আদা-রসুনের দাম বাড়েনি নতুন করে। বিক্রেতারা বলছেন, জোগান বেশি থাকায় এক সপ্তাহ আগে জিনিসের যে দাম ছিল বেচতে হচ্ছে সে দরেই। দেশের বাজারে জিরা, এলাচি, দারচিনি, লবঙ্গর মতো মসলার বেশিরভাগই আসে বিদেশ থেকে। আন্তর্জাতিক বাজারে এসব মসলার দাম ছিল চড়া। তাই এখনও বিকোচ্ছে চড়া দামেই। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার চিরচেনা দ্বন্দ্ব রয়েই গেছে। তারপরও ঈদের আগে বাজার নিয়ে খুব একটা অভিযোগ ক্রেতাদের। ঈদের পর মসলার দাম কমতে পারে বলে আশা ব্যবসায়ীদের।
×