ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোমরা স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ

প্রকাশিত: ০৮:৪০, ১১ আগস্ট ২০১৯

 ভোমরা স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় শোক দিবসসহ পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। এ সময় বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে; তবে বন্দর দিয়ে মানুষ পারাপার (ইমিগ্রেশন চেকপোস্ট) স্বাভাবিক থাকবে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি এইচএম আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। এইচএম আরাফাত বলেন, ‘শুক্রবার (৯ আগস্ট) সাপ্তাহিক সরকারী ছুটির দিন সব আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। আর পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শনিবার (১০ আগস্ট) থেকে ১৪ আগস্ট পর্যন্ত এ বন্দর বন্ধ থাকবে। এছাড়া, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট ও সাপ্তাহিক ছুটি হওয়ায় এর পরদিন ১৬ আগস্টও বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।’ ভোমরা স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশন, ভোমরা স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।
×