ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে অভিনেতা রাশেদ সীমান্তর তিন নাটক

প্রকাশিত: ০৮:৩৫, ১১ আগস্ট ২০১৯

 ঈদে অভিনেতা রাশেদ সীমান্তর তিন নাটক

সংস্কৃতি ডেস্ক ॥ বেণু শর্মা রচিত ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে অভিনেতা হিসেবে মিডিয়ায় অভিষেক হয় রাশেদ সীমান্তর। এ পর্যন্ত তার অভিনীত ৬টি নাটক প্রচার হয়েছে। ৬ নাটকেই তার জনপ্রিয়তা আকাশ চুম্বী। এই ৬ নাটকে তার ভিউয়ার্স সংখ্যা প্রায় ৩ কোটি। পেশাগত জীবনে তিনি বৈশাখী টিভির মার্কেটিং ইনচার্জ রাশেদ সীমান্ত অভিনয়ে আসাটা শখেরবশেই। রাশেদ সীমান্ত অভিনীত ‘যেই লাউ সেই কদু’, ‘বরিশাল টু ঢাকা’, ‘বউয়ের দোয়া পরিবহন’, ‘ভাবীর দোকান’ নাটকের প্রশংসা সবার মুখে মুখে। তার এই অভাবনীয় জনপ্রিয়তার কারণে বৈশাখী টেলিভিশন এবার ঈদ-উল-আজহায় তাকে কেন্দ্র করে তিনটি নাটক নির্মাণ করেছে। নাটক তিনটির মধ্যে একটি ৭ পর্বের ধারাবাহিক ও ২টি একক। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নাটক তিনটি হলো ‘ভাবীর দোকান-২’, ‘মধ্যরাতের সেবা’ ও ‘জামাই বাজার’। এ তিনটি নাটকে তিনি অহনা, অর্ষা ও নাজিরা মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন। রাশেদ সীমান্ত বলেন, আমাদের বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলন স্যারের অনুপ্রেরণাতেই আমার অভিনয়ে সম্পৃক্ত হওয়া। তার এই অকৃত্রিম ভালবাসার কোন তুলনা হয় না। যত দিন বাঁচব ততদিন তার ভালবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।
×