ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুগল সার্চে শীর্ষে কাশ্মীরী কন্যা

প্রকাশিত: ০৮:৩০, ১১ আগস্ট ২০১৯

 গুগল সার্চে শীর্ষে  কাশ্মীরী কন্যা

রাতারাতি পাল্টে গেল ভারতে গুগল সার্চের গতিধারা। শীর্ষ এই সার্চ ইঞ্জিনে সবকিছু বাদ দিয়ে ভারতবাসী এখন জানতে চাইছে কাশ্মীরী তরুণী এবং তাদের বিয়ে করার উপায় সম্বন্ধে। হাতের মুঠোফোনের মাধ্যমে সার্চের এই জোয়ারে সবচেয়ে এগিয়ে দেশটির কেরালা প্রদেশ। গত তিনদিনে ভারতের মধ্যে গুগল সার্চিংয়ে যতবার ‘ম্যারি কাশ্মীরী গার্ল’ সার্চ করা হয়েছে তার মধ্যে প্রথমে স্থানে রয়েছে ১০০ ভাগ সাক্ষর এই রাজ্যটি। কেরালার পরেই দ্বিতীয় স্থানে আছে কর্নাটক। আনন্দবাজার পত্রিকা। এই দুই রাজ্যের মানুষ হন্যে হয়ে খুঁজছেন কাশ্মীরী মেয়েদের বিয়ের বিষয়ে। ওই দুই রাজ্যের পরেই রয়েছে দিল্লী, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। ঝাড়খন্ড ও উত্তরাখন্ড থেকে সব থেকে বেশি গুগল সার্চ এসেছে কাশ্মীরী মেয়েদের নিয়ে। সেই তালিকায় ১৬ নম্বর স্থানে আছে পশ্চিমবঙ্গ। তবে সার্বিকভাবে এই রাজ্যটির মানুষের থেকে চালানো সন্ধানের ৮৭ শতাংশই খুঁজছেন কাশ্মীরী মেয়েদের। ১৩ শতাংশ চায়, সাধারণভাবে কাশ্মীরী বিয়ে নিয়ে জানতে। সোমবার সন্ধ্যার পর থেকেই গুগল সার্চে সব কিছু ছাপিয়ে উপরে ওঠে এসেছে কাশ্মীর, খুব স্পষ্ট করে বললে কাশ্মীরী কন্যা। কিন্তু এর আগে কাশ্মীরী কন্যাদের বাইরের রাজ্যে বিয়ে করা কি নিষিদ্ধ ছিল?
×