ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অবশেষে খোলা হলো পটিয়া বাইপাস

প্রকাশিত: ০৮:২৭, ১১ আগস্ট ২০১৯

 অবশেষে খোলা হলো পটিয়া  বাইপাস

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১০ আগস্ট ॥ পটিয়া শহরে নির্মিত বাইপাস সড়ক অবশেষে খুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা ছিল। তবে শনিবার সকালে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য সামশুল হক চৌধুরী উদ্বোধন করে দিয়েছেন। কোরবানি ঈদে চট্টগ্রাম-কক্সবাজার-আরকান মহাসড়কের পটিয়া শহর যাতে যানজটমুক্ত থাকে ও মানুষের দুর্ভোগ কমাতে হুইপ বাইপাস সড়কটি চালু করে দিয়েছেন। পটিয়া ইন্দ্রপুল থেকে সাড়ে ৫ কিলোমিটার গিরিশ চৌধুরী বাজার পর্যন্ত বাইপাসের নির্মাণ কাজ ৪ মাস আগে শেষ হলেও নানা জটিলতার কারণে এটি উদ্বোধন করা হয়নি। পরীক্ষামূলক চালু করতে গিয়ে বাইপাসে প্রবাসী, শিশুসহ চারজন প্রাণ হারিয়েছে। জানা গেছে, পটিয়া শহরে যানজটের কারণে দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার ও বান্দরবান এলাকার বিভিন্ন পরিবহনের যাত্রীরা প্রায় সময় দুর্ভোগের শিকার হন। পটিয়া ইন্দ্রপুল থেকে গিরিশ চৌধুরী বাজার পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ কাজ এপ্রিল মাসে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধনের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতরে চিঠিও পাঠিয়েছে। উদ্বোধনের তারিখ প্রধানমন্ত্রীর দফতর থেকে না পাওয়ায় মানুষের সুবিধার্থে কোরবানি ঈদের আগে খুলে দেয়া হয়েছে। উদ্বোধনের সময় হুইপের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী।
×