ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ৫০-এর অধিক গ্রামে আজ ঈদ

প্রকাশিত: ০৮:২৩, ১১ আগস্ট ২০১৯

 চট্টগ্রামে ৫০-এর অধিক  গ্রামে আজ ঈদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতেরও বেশি গ্রামের মানুষ আজ পবিত্র ঈদ-উল-আজহা পালন করবেন। সাতকানিয়ার মির্জারখিল দরবার শরীফের অনুসারী এসব গ্রামের বাসিন্দারা। তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও আজ ঈদ-উল-আজহা পালনের পাশাপাশি পশু কোরবানি দেবেন। কথিত রয়েছে সুফীসাধক মাওলানা মোখলেছুর রহমান ২শ’ বছর আগে এ নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে তার মুরীদগণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল আজহা পালন করে আসছে। মির্জারখিল দরবার শরীফের মাঠে আজ সকালে ঈদের নামাজ আদায় করবেন অনুসারীরা। মুন্সীগঞ্জের ৯ গ্রাম স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, নয় গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রবিবার ঈদ-উল-আজহা উদযাপিত হচ্ছে। গ্রামগুলো হচ্ছে- সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দি ও কংসপুরার একাংশ। গ্রামগুলোর জাহাগির তরিকার প্রায় পাঁচ হাজার মানুষ কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই ঈদ উদযাপন করছেন। শিলই ঈদগায়ে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একইভাবে অন্য গ্রামের অনুসারীরাও অনুরূপ ঈদের জামাত আদায় করেন। কলাপাড়ায় পাঁচ হাজার পরিবার নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, প্রায় পাঁচ হাজার পরিবার আজ রবিবার ঈদ-উল-আজহা উদযাপন করছেন। ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া, শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এই অনুসারীদের ঈদের নামাজের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। মাদারীপুরে ৩০ গ্রাম নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, জেলার ৩০ গ্রামে সুরেশ্বর পীরের লক্ষাধিক মুরীদান আজ রবিবার ঈদ-উল-আজহা উদযাপন করছেন। সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রায় ১৪৮ বছর ধরে এসব গ্রামে আগাম রোজা রাখেন, ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে আসছেন।
×