ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

প্রকাশিত: ০৮:২১, ১১ আগস্ট ২০১৯

 ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের জনসচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের বিজয়স্তম্ভ থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের সচেতন করতে ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধ করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। র‌্যালিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ও পুলিশ সদস্যসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেয়। পুলিশ সুপার ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষ যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেজন্য সবাইকে সচেতন থেকে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানান। পরে শহরের বিভিন্ন স্থানে এডিস মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয়।
×