ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এনএসসি ভবনে এডিস মশার প্রজননের পরিবেশ

প্রকাশিত: ০৭:৫৫, ১০ আগস্ট ২০১৯

এনএসসি ভবনে এডিস মশার প্রজননের পরিবেশ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনেই এডিস মশার প্রজনন পরিবেশ। কর্মকর্তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বললেও বাস্তবে তার দেখা মিলছে না। এনএসসি ভবনে আতঙ্ক নিয়েই প্রস্তুতি সারছেন তায়কোয়ানদো খেলোয়াড়েরা। ফেডারেশনগুলোর দায়িত্বহীনতায় থেকে যাচ্ছে আক্রান্ত হওয়ার আশঙ্কা। সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। এর ভয়াবহতা থেকে রেহাই পায়ননি এসএ গেমসের ক্যাম্পে থাকা অ্যাথলিটরাও। কাবাডি, খো খো ও বাস্কেটবল খেলোয়াড়েরা শিকার হয়েছেন এডিস মশার। ডেঙ্গু আতঙ্কে এরই মধ্য বন্ধ ক্যাম্প। জাতীয় ক্রীড়া পরিষদে এসে দেখা গেছে ভিন্ন চিত্র। অপরিচ্ছন্ন পরিবেশ প্র্যাকটিস গ্রাউন্ডের পাশে। ক্যাম্পে তাই ডেঙ্গু ছড়িয়ে পরার শংকা থেকেই যাচ্ছে। এনএসসি ভবনে এসএ গেমসের প্রস্তুতি নিচ্ছে তায়কোয়ানদো ফেডারেশন। এছাড়াও জিমন্যাস্টিক ও কারাতের অ্যাথলিটরা নিয়মিত অনুশীলন করছেন। খেলোয়াড়দের ডেঙ্গু থেকে রক্ষা করতে ব্যর্থ কর্তৃপক্ষ। ফেডারেশনগুলো কি দায়িত্ব এড়াতে পারে? আবসিক ক্যাম্পে এডিস মশার উপদ্রব আছে। আছে ডেঙ্গুর আতঙ্ক তারপরও দেশের স্বার্থে অনুশীলনে মনোযোগ অ্যাথলিটদের। ক্রীড়াঙ্গনকে ডেঙ্গুর প্রভাব থেকে রক্ষা করতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন জাতীয় ক্রীড়া পরিষদ ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সমন্বিত উদ্যোগ।
×