ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার জিতলেন মেসি

প্রকাশিত: ০৪:১৮, ১০ আগস্ট ২০১৯

উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার জিতলেন মেসি

অনলাইন ডেস্ক ॥ চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে করা গোলটির জন্য উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় বার্সেলোনা। ফ্রি-কিকে করা গোলটি ছিল ম্যাচে আর্জেন্টাইন তারকার দ্বিতীয় ও বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতায় করা ৬০০তম গোল। বর্ষসেরা গোলের পুরস্কার জেতার পথে মেসি পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদোকে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ভলিতে করা ইউভেন্তুসের পর্তুগিজ ফরোয়ার্ডের গোলটি হয়েছে দ্বিতীয় সেরা। ইউরো বাছাইপর্বে সার্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো উঁচু শটে পর্তুগালের দানিলো পেরেইরার করা গোলটি তৃতীয় সেরা নির্বাচিত হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন মেসি। পুরস্কার চালু করার পর প্রথম দুই বছর ২০১৫ ও ২০১৬ সালে জিতেছিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এ পুরস্কারের জন্য কেবল ২০১৮-১৯ মৌসুমে উয়েফা আয়োজিত ক্লাব বা আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচে হওয়া গোলগুলি বিবেচনায় নেওয়া হয়। উয়েফা বর্ষসেরা গোলের আগের জয়ীরা: ২০১৮: ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ) ২০১৭: মারিও মানজুকিচ (জুভেন্টাস) ২০১৬: লিওনেল মেসি (বার্সেলোনা) ২০১৫: লিওনেল মেসি (বার্সেলোনা)
×