ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হজ ফ্লাইট পরিচালনার কঠিন চ্যালেঞ্জেও সফল বিমান

প্রকাশিত: ১১:০৬, ১০ আগস্ট ২০১৯

  হজ ফ্লাইট পরিচালনার কঠিন চ্যালেঞ্জেও সফল  বিমান

স্টাফ রিপোর্টার ॥ কোন ধরনের ত্রুটি বিচ্যুতি ছাড়াই নিরবচ্ছিন্ন হজ ফ্লাইট পরিচালনার মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার টিকেটের দাম কমানোর মতো ঝুঁকি নিয়েও বিমান হজ ফ্লাইটেও লোকসানের আশঙ্কা উড়িয়ে দিয়ে আশাতীত লাভও করেছে। সার্বিক বিচারে বিমানের এমন সাফল্যের স্বীকৃতি হিসেবে সকল কর্মকর্তা কর্মচারীর স্বীকৃতিও মিলেছে। প্রধানমন্ত্রীর সার্বিক দিকনিদের্শনায় প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সচিব মহিবুল হকের সার্বক্ষণিক তদারকিতে এবার বিমান সত্যিকার অর্থেই হজযাত্রীদের প্রত্যাশিত মানের সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। হজ পরবর্তী বিমানের অন্যান্য কার্যক্রমও একইধারা অব্যাহত রাখার স্বার্থে আরও বেশকিছু পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সচিব মহিবুল হক। তার ভাষায়, প্রধানমন্ত্রী বিমানকে নতুন উচ্চতায় দেখতে চান। আমরা সবাই সে লক্ষ্য অর্জনেই কাজ করছি। জানা গেছে, এবার লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বছর বিমানে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল। তবে, বিমান ১ হাজার ২৭০ জন সরকারী প্রতিনিধি ও সৌদি এয়ারলাইন্সের ১ হাজার ৪১৭ হজযাত্রীসহ মোট ৬৬ হাজার ২৮৬ জনকে বহন করেছে। গত সোমবার বিকেল ৪টা ৫ মিনিটে বোয়িং-৭৭৭-৩০০-ইআর উড়োজাহাজে বিমানের শেষ হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। ৪ জুলাই থেকে শুরু বিমান ১৪৯টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইটসহ ১৮১টি ফ্লাইট পরিচালনা করে। এছাড়া, বিমান চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা রুটে ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা রুটে ২টি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা রুটে ৭টি ফ্লাইট ও সিলেট থেকে মদিনায় ১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ শেষে হজযাত্রীদের দেশে ফেরাতে ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
×