ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সীমান্তজুড়েই কাঁটা তারের বেড়া দিতে চায় ভারত ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:০৩, ১০ আগস্ট ২০১৯

 সীমান্তজুড়েই কাঁটা তারের বেড়া  দিতে চায়  ভারত ॥  স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সীমান্তের পুরো অংশজুড়েই কাঁটাতারের বেড়া নির্মাণ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটি তাদের স্থল সীমান্ত কাঁটাতারের আওতায় আনতে চায়। এক্ষেত্রে আইন মেনে নির্মাণ করার প্রস্তাব করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্তর্জাতিক আইন মেনে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হলে বাংলাদেশ কোন আপত্তি করবে না। শুক্রবার দেশে ফেরার পর বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠকে ভারত সীমান্তের পুরোটাই কাঁটাতারের বেড়া নির্মাণ করার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এমন আগ্রহের বিষয়ে তিনি আন্তর্জাতিক সীমান্ত আইন মানার কথা বলেছেন। আইন অনুযায়ী কাঁটাতারের বেড়া নির্মাণ করলে বাংলাদেশের কোন আপত্তি নেই। ইতোপূর্বেও সীমান্তে আন্তর্জাতিক আইন মেনেই দুইদেশের তরফ থেকে যার যার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। বৈঠকে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যাতায়াত করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও ভারতের দাবি, গত বছর ২৩ লাখ লোক বৈধভাবে ভারতে গিয়েছে। যদিও ভারত স্বীকার করেছে গত বছর তারা ১৪ লাখ বাংলাদেশীকে তাদের দেশে যাওয়ার ভিসা দিয়েছেন। সবমিলিয়ে ২৩ লাখ বাংলাদেশী গত বছর ভারত গিয়েছিলেন। ভারতের পক্ষ থেকে পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের সময় সীমান্তে নজরদারি বাড়াতে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে।
×