ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতিসংঘে এবার ১৫ আগস্টের অনুষ্ঠান

প্রকাশিত: ১০:৩৪, ১০ আগস্ট ২০১৯

 জাতিসংঘে এবার ১৫ আগস্টের অনুষ্ঠান

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী স্মরণে ‘জাতীয় শোক দিবস’ পালন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতর। নিউইয়র্কের স্থানীয় সময় ১৫ আগস্ট সন্ধ্যাতেই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। খবর বিডিনিউজের। বাংলাদেশ মিশনের চেষ্টায় এই প্রথম জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হচ্ছে সদর দফতরের ভেতর। এতে বিভিন্ন দেশের কূটনীতিকরাও থাকবেন বলে জানিয়েছেন মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা। প্রবাসের বিশিষ্টজনেরাও আমন্ত্রণ পেয়েছেন। এতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে। একইদিন সন্ধ্যা ৮টায় নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট ভবনের মিলনায়তনে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার অনুষ্ঠান হবে স্থানীয় সময় ১৪ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বাংলা চ্যানেলের অফিসে। এতে নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত মুক্তিযোদ্ধারাও স্মৃতিচারণ করবেন বলে হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের মিয়া জানান। বঙ্গমাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা ॥ এদিকে বাসস জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনান মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মোঃ আরিফুল ইসলাম। মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্ম এবং দেশ ও জাতিগঠনে তার অসমান্য অবদানের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। আলোচনা শেষে জাতির পিতা ও বঙ্গমাতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
×