ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র‌্যাব প্রধানের হুঁশিয়ারি

কাশ্মীর নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করবেন না

প্রকাশিত: ১০:১৫, ১০ আগস্ট ২০১৯

কাশ্মীর নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করবেন না

স্টাফ রিপোর্টার ॥ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে নানা ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করছে একটি গোষ্ঠী। বিশেষ এই গোষ্ঠীর সঙ্গে রয়েছে তাদের সমমনা কিছু ইসলামী দল। কিছু কিছু ইসলামী দলের শীর্ষস্থানীয় কতিপয় নেতা মুসলিম অধ্যুষিত কাশ্মীর সমস্যা নিয়ে বাংলাদেশেও ব্যাপক তৎপরতা চালানোর চেষ্টা করে যাচ্ছে। এমনকি নানা ধরনের কর্মসূচী পালনের চেষ্টা করা হচ্ছে। কাশ্মীর ইস্যুতে তৎপর থাকা ব্যক্তিদের ওপর নজরদারি চলছে। শুক্রবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে ঈদ উপলক্ষে নেয়া নিরাপত্তা বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, কাশ্মীর ইস্যুটি নিতান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। তবে আমাদের দেশে আল্ট্রা ইসলামিস্টের (ইসলামী উগ্রবাদী) সংখ্যা বেশি নয়। যারা আছে তাদের চব্বিশ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে।
×