ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে গণধর্ষণ

খুলনা জিআরপি থানার সেই ওসিসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রকাশিত: ১০:১৪, ১০ আগস্ট ২০১৯

 খুলনা জিআরপি থানার  সেই ওসিসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জিআরপি থানায় এক নারীকে গণধর্ষণের অভিযোগে থানার তৎকালীন ওসি ওসমান গনি পাঠানসহ অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে। মামলা দায়েরের জন্য খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩’র বিচারক রেলওয়ের পাকশী জেলা পুলিশের এসপিকে চিঠি দিয়েছেন। এছাড়া ঈদের পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়ে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পাকশী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আদালতের চিঠি পেয়েছি। কি নির্দেশনা আছে দেখে জানাবেন। নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। এদিকে জিআরপি থানার ওসি ওসমান গনি পাঠান ও এএসআই নাজমুল হকসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে অভিযোগকারী নারীর পরিবার। ঈদের পর ওই নারীর খালাত ভাই মোঃ শাহাবুদ্দিন বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।
×