ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিস গেইলের এমন ব্যাটিং

প্রকাশিত: ১০:১০, ১০ আগস্ট ২০১৯

 ক্রিস গেইলের এমন ব্যাটিং

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস গেইল মানে চার-ছক্কা, গেইল মানে ঝড়। এটা তো সবারই জানা। সেই তার এমন কচ্চপগতির ব্যাটিং দেখলে যে কারও ভ্রু কুঁচকে উঠবে। গায়ানায় ভারতের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩ ওভারে ১ উইকেটে ৫৪ রান করেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইস অপরাজিত ৩৬ বলে ৪০ রান। গেইলের ব্যাটে ছিল উল্টো চিত্র। স্বভাববিরুদ্ধ টুকটুক ব্যাটিং করে ৩১ বল খেলে আউট হন মাত্র ৪ রান করে। এতেই হয়ে যায় অযাচিত এক রেকর্ড। ক্যারিয়ারে এটিই তার সবচেয়ে ধীরগতির ইনিংস। অন্তত ২৫ বল খেলা ইনিংসগুলোর মধ্যে এতদিন ধরে সর্বনিম্ন স্ট্রাইকরেট ছিল ১৬ বছর আগের এক ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ২৮.০০ স্ট্রাইকরেটে ৭৫ বলে ২১ রান করেছিলেন গেইল। আর এদিন মাত্র ১২.৯০ স্ট্রাইকরেটে ৩১ বল থেকে ৪ রান করতে পেরেছেন ক্যারিবীয় ব্যাটিংদানব! অথচ এদিন তার সামনে ছিল একাধিক অর্জনের হাতছানি। গেইলের ওয়ানডে ক্যারিয়ারে এটি ছিল ২৯৯তম ম্যাচ। যা কি-না ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্রায়ান লারার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ড। এছাড়া শুধু ওয়েস্ট ইন্ডিজের হয়ে লারার ২৯৫ ওয়ানডে খেলার রেকর্ড ভেঙ্গে ২৯৬তম ম্যাচটি খেলেছেন গেইল। একই ম্যাচে গেইলের সামনে ছিল লারার করা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে রান সংগ্রহের রেকর্ড ভাঙ্গার সুযোগ।
×