ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাঠে ফিরতে মরিয়া মেসি

প্রকাশিত: ১০:০৮, ১০ আগস্ট ২০১৯

 মাঠে ফিরতে মরিয়া মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের সবচেয়ে বড় দুঃসময়ই বোধহয় অতিবাহিত করছেন লিওনেল মেসি। সময়ের অন্যতম সেরা এই তারকা গত মাসে আরেকবার ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে বাজেভাবে হারের পর তিনি বেফাঁস কথাবার্তা বলেন। যে কারণে মেসিকে নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এরপরই ইনজুরিতে পড়েন ক্ষুদে এই জাদুকর। তাইতো ক্লাব দল বার্সিলোনার হয়ে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেননি। নিদারুণ এমন বাজে সময় গেলেও দমে যাননি মেসি। বরং নবদ্যোমে নিজেকে ময়দানী লড়াইয়ে ফেরাতে কঠোর পরিশ্রম করে চলেছেন। ফিটনেস ফিরে পেতে নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন। তাও আবার পায়ে ব্যান্ডেজ নিয়েই। মেসির এমন ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। প্রিয় তারকার এমন ছবি দেখে তার ভক্তরাও বিভিন্ন মতামত ব্যক্ত করছেন। সারাবিশ্বে মেসিভক্তরা প্রিয় তারকার জন্য শুভ কামনা জানিয়েছেন। অনেকে মেসিকে দেয়া শাস্তিরও কড়া সমালোচনা করেছেন। তাদের দৃষ্টিতে মেসিকে দমিয়ে রাখতেই অন্যায়ভাবে এ সাজা দেয়া হয়েছে। সপ্তাহখানেক আগে গ্রীষ্মের ছুটি কাটানোর পর বার্সিলোনার অনুশীলনে যোগ দেন মেসি। কিন্তু অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে চোন পান। এরপর তিনি শরণাপন্ন হন চিকিৎসকের। পরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন, মেসির চোট তেমন গুরুতর নয়। ২০১৯-২০ মৌসুমে লা লিগায় মিশন শুরুর আগে সর্বশেষ গা গরমের ম্যাচ খেলতে বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছে কাতালানরা। চোটের কারণে এই সফরে যাননি মেসি। তবে নিজেকে ফিরে পেতে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১৭ আগস্ট লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বার্সিলোনা। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই কাতালানদের খেলতে হচ্ছে প্রতিপক্ষের মাঠে। ওইদিন এ্যাথলেটিক বিলবাওয়ের আতিথ্য নেবে বার্সিলোনা। এই ম্যাচের মধ্য দিয়েই ফিরতে মরিয়া আছেন মেসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে এমনই জানা গেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সফরে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে বার্সা। বুধবার মিয়ামিতে ইতালিয়ান ক্লাব নেপোলিকে হারিয়েছে আর্নেস্টো ভালভার্ডের দল। একই প্রতিপক্ষের বিরুদ্ধে রবিবার সফরের শেষ ম্যাচ খেলবেন গ্রিজম্যান, রাকিটিচরা। সেখান থেকে ফিরে লা লিগার মিশন শুরু হবে আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। আর এই লড়াইয়ে শুরু থেকেই দলের সঙ্গে থাকতে চান অধিনায়ক মেসি। যে কারণে জিমে নিজেকে ফিট করতে পরিশ্রম করে চলেছেন ২০১৪ বিশ্বকাপের সেরা এই ফুটবলার।
×