ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরার দৌড়ে রোনাল্ডো-মেসির সঙ্গে মানে

প্রকাশিত: ১০:০৮, ১০ আগস্ট ২০১৯

  সেরার দৌড়ে রোনাল্ডো-মেসির সঙ্গে মানে

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে দুই সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির সঙ্গে জায়গা পেয়েছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। ২০১৮-১৯ মৌসুমের সেরা ফরোয়ার্ড খুঁজে নেয়ার প্রক্রিয়া হিসেবে বৃহস্পতিবার রাতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) সংক্ষিপ্ত তিনজনের নাম ঘোষণা করেছে। প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে ২০১৬-১৭ মৌসুমের চারটি বিভাগ থেকে করা হচ্ছে তিনজনের সংক্ষিপ্ত তালিকা। সঙ্গত কারণেই এবার তালিকায় আধিপত্য চ্যাম্পিয়ন লিভারপুলের খেলোয়াড়দের। স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে গত ১ জুন আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে লিভারপুল। ফরোয়ার্ড ছাড়াও তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে মিডফিল্ডার, ডিফেন্ডার ও গোলরক্ষকদের। মিডফিল্ডার হিসেবে সেরা তিনে জায়গা পেয়েছেন ডাচ ক্লাব আয়াক্স থেকে সম্প্রতি বার্সিলোনায় যোগ দেয়া ফ্রেঙ্কি ডি ইয়ং। তিনি একই সঙ্গে জায়গা পেয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ের দশজনের সংক্ষিপ্ত তালিকাতেও। অপর দুইজন মিডফিল্ডার হলেন রানার্সআপ টটেনহ্যামের ক্রিশ্চিয়ান এরিকসেন ও লিভারপুলের জর্ডান হেন্ডারসন। ডিফেন্ডারের সংক্ষিপ্ত তালিকায় আছেন লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ভার্জিল ভ্যান ডাইক এবং আয়াক্স থেকে জুভেন্টাসে যোগ দেয়া ম্যাথিয়াস ডি লিট। আর গোলরক্ষকদের সেরা তিনে জায়গা পেয়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক এ্যালিসন বেকার, টটেনহ্যামের বিশ্বকাপ জয়ী ফরাসী তারকা হুগো লরিস ও বার্সিলোনার জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। সবমিলিয়ে খেলার প্রতিটি পজিশন ভেদে সেরা খেলোয়াড়ের চারটি বিভাগে মোট মনোনয়ন পেয়েছেন ১২ জন। এর মধ্যে ৫ জনই জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন লিভারপুল থেকে। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকের ভোটে করা হয়েছে এই তালিকা। কোচদের নিজের দলের খেলোয়াড়দের ভোট দেয়ার সুযোগ নেই। আগামী ২৯ আগস্ট মোনাকোয় পরবর্তী মৌসুম অর্থাৎ ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের নাম। সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে অনুমিতভাবেই আছেন বর্তমান বিশ্ব ফুটবলের নন্দিত দুই তারকা মেসি ও রোনাল্ডো। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে এই দুই মহাতারকার সঙ্গে কখনও নেইমার, কখনও বা অন্য কেউ জায়গা পেয়েছেন। কিন্তু এবার মেসি-রোনাল্ডোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেনেগালের তারকা মানে। সর্বশেষ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে ১২ গোল করেন মেসি। তবে নিজ দল বার্সিলোনাকে ফাইনালে তুলতে পারেননি আর্জেন্টাইন তারকা। দল পাল্টে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যাওয়া রোনাল্ডো করেছেন মেসির অর্ধেক ৬ গোল। তার ক্লাবের দৌড় থেমে যায় কোয়ার্টার ফাইনালেই। এই হিসেবে মানে বেশ সফল বলা চলে। তার ৪ গোল দলকে শিরোপা জেতানোর পেছনে রেখেছে দারুণ অবদান। গত আসরে দারুণ খেলেছে ডাচ ক্লাব আয়াক্স। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসকে টপকে তারা খেলেছে সেমিফাইনালে। এই দল থেকে সেরার দৌড়ে আছেন ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট ও মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে দু’জনে এবার দল বদল করেছেন। ডি লিট এসেছেন জুভেন্টাসে, ডি ইয়ং বার্সাতে। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে ফাইনালে হেরে কাঁদতে হয়েছিল লিভারপুলকে। কেঁদেছিলেন কোচ জার্গেন ক্লপ, ফরোয়ার্ড মোহাম্মদ সালাহসহ দ্য রেডস শিবিরের সবাই। এক বছর বাদে সেই ব্যথা ভুলে বিজয়ীর হাসি হাসে লিভারপুল শিবির। গত ১ জুন ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে নেয় লিভারপুল। বিভিন্ন বিভাগের সেরা ও বর্ষসেরার লড়াইয়েও তাই লিভারপুলের ফুটবলারদের স্পষ্ট আধিপত্য।
×