ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব

রুমানাকে ছাড়াই খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ১০ আগস্ট ২০১৯

 রুমানাকে ছাড়াই খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য দুঃসংবাদই। টি২০তে বাংলাদেশের সেরা নারী ক্রিকেটার, অলরাউন্ডার রুমানা আহমেদকে ছাড়াই টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশ দলকে। রুমানার হাঁটুতে চোট রয়েছে। আর তা এমন অবস্থায় আছে, টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলা যাবে না। ব্যথা নিয়ে খেললে যদি আবার বড় ইনজুরিতে পড়ে যান, তাহলে ভবিষ্যত নিয়েই অনিশ্চয়তা দেখা দিতে পারে। রুমানাকে ছাড়া কী তাহলে এবারও টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? রুমানা আত্মবিশ্বাসী। দলের ক্রিকেটারদের প্রতি তার অগাধ বিশ্বাস। তিনি মনে করেন, সম্ভব। রুমানা বলেছেন, ‘আমার হাঁটুতে চোট আছে। তাই বাছাইপর্ব খেলতে পারব না। খেলতে গিয়ে বড় ধরনের চোটে পড়লে ভবিষ্যতে খেলা কঠিন হয়ে পড়বে। তাই খেলছি না। তবে দলে যারা আছেন, অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। তারা দলকে চ্যাম্পিয়ন করানোর মতো যোগ্য, সক্ষম। আমি প্রত্যাশা করছি এবারও বাছাইপর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে।’ বাছাইপর্বের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। যখন বাছাইপর্বের ফাইনালে ওঠা নিশ্চিত করে তখনই টি২০ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করে নেয় বাংলাদেশ। এবারও সেইরকম আশাই করছেন রুমানা। কিন্তু বিশ্বকাপে গিয়ে সেই ধারাবাহিকতা মিলেনি। ২৯ আগস্ট হল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু হয়ে যাবে। এবার বাছাইপর্ব হবে স্কটল্যান্ডে। আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাছাইপর্ব মাঠে গড়াবে। বাংলাদেশ নারী টি২০ দল ১৫ আগস্ট সকালে স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন। দলের ক্রিকেটারদের অনুশীলনও শুরু হয়ে গেছে। বাংলাদেশ দল ৩১ আগস্ট বাছাইপর্ব খেলা শুরু করবে। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। এরপর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকলে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। সেমিফাইনাল জিতলে ফাইনালে খেলা নিশ্চিত করবে। টি২০ বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের গত আসরে অসাধারণ নৈপুণ্য দেখান রুমানা। ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারলেও বল হাতে ১০ উইকেট তুলে নেন এ লেগস্পিনার। এবার তিনি থাকছেন না। তাহলে তো দল দুর্বল হয়ে পড়বে? রুমানা বলছেন, ‘একেবারেই না। দলে অনেক যোগ্য, অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করছি তারাই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাবে।’
×