ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেতন-বোনাস দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১০:০১, ১০ আগস্ট ২০১৯

 বেতন-বোনাস দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বোনাস ও বেতন ভাতাদি পরিশোধের দাবিতে শুক্রবার গাজীপুরে এক পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়কে প্রায় ৬ঘণ্টা অবরোধ করে সেখানে অবস্থান ধর্মঘট পালন করেছেন। এ সময় তারা বিক্ষোভ ও কারখানা ভাংচুর করেন। বিকেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক, পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরার তিনসড়ক এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা কয়েকদিন ধরে তাদের পাওনা জুলাই মাসের বেতন, ঈদ বোনাস ও ওভার টাইম ভাতা পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কিন্তু শুক্রবার সকালে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা ঈদ বোনাস ও জুলাই মাসের পুরো বেতন না দিয়ে অর্ধেক বেতন পরিশোধ শুরু করে।
×