ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালুরঘাটে রেল কাম সড়ক সেতু দাবি

প্রকাশিত: ১০:০১, ১০ আগস্ট ২০১৯

 কালুরঘাটে রেল কাম সড়ক সেতু দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের কালুরঘাট সড়ক কাম রেল সেতু নির্মাণের প্রক্রিয়া ডিসেম্বর মাসের মধ্যে শুরু না হলে জাতীয় সংসদ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল। তিনি বলেন, এই সেতু দিয়ে মাত্র আড়াই মাইল গতিতে চলাচল করে ফার্নেস অয়েলবাহী ও কয়েকটি যাত্রীবাহী ট্রেন। দৈনিক ৫০ হাজার মানুষ এ সেতু হেঁটে পার হন। গাড়ি নিয়ে অপেক্ষা করতে হয় দুই থেকে তিন ঘণ্টা। দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগের শিকার মানুষ আমাকে গালি দেন। আমি এর থেকে মুক্তি চাই। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আক্ষেপের সঙ্গে কথাগুলো বলেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিগত দশ বছরে দেখেছি চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণ হচ্ছে। যা করা প্রয়োজন তা করা হচ্ছে না। ঢাকা সিটি দুই ভাগ হয়ে যাওয়ার পর চট্টগ্রামই সবচেয়ে বড় সিটি কর্পোরেশন।
×