ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ আনোয়ার হোসেন;###;বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন),;###;সহকারি শিক্ষক,;###;দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়,;###;আদমদীঘি, বগুড়া।;###;মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি- প্রাথমিক বিজ্ঞান

প্রকাশিত: ০৯:৩৫, ১০ আগস্ট ২০১৯

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি- প্রাথমিক বিজ্ঞান

আমাদের জীবনে তথ্য প্রশ্ন : তথ্য বলতে কি বুঝায়? উত্তর : বিভিন্ন উপাত্ত বা উপাদান প্রক্রিয়াজাতকরণ, পরিচালন এবং সংঘবদ্ধকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে তথ্য বলে। প্রশ্ন: তথ্য বিনিময় কী? উত্তর : তথ্য বিনিময় একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। প্রশ্ন: আইসিটি কী? উত্তর: কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। প্রশ্ন :পিপীলিকা কী? উত্তর : এক ধরনের Search ইঞ্জিন। প্রশ্ন : তথ্য সংগ্রহের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? উত্তর : ইন্টারনেট। প্রশ্ন: তিনটি আইসিটি ডিভাইসের নাম লেখ। উত্তর : টেলিভিশন, ই-মেইল, মোবাইল ফোন। প্রশ্ন: ইন্টারনেট কী? উত্তর : ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। প্রশ্ন: বাংলাদেশে ব্যবহৃত তিনটি search engine এর নাম লেখ। উত্তর : গুগল (google), ইয়াহু (yahoo), পিপিলিকা (pipilika)। প্রশ্ন: তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখ? উত্তর: পেন ড্রাইভ, সিডি, মেমোরি কার্ড। প্রশ্ন: সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী? উত্তর: তথ্য প্রযুক্তি। প্রশ্ন: আইসিটি এর পূর্ণরূপ কী? উত্তর : ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি। যার বাংলা অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রশ্ন: এস এম এস (SMS) এর পূর্ণরূপ কী? উত্তর: Short Message Service. প্রশ্ন : বর্তমানে আইসিটি কিসের মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে? উত্তর : তথ্য বিনিময়ের। প্রশ্ন : সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? উত্তর : ফেসবুক।
×