ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জলঢাকায় দুই হাজার বস্তা ভিজিএফ চাল জব্দ

প্রকাশিত: ০৯:১৯, ১০ আগস্ট ২০১৯

জলঢাকায় দুই হাজার বস্তা ভিজিএফ  চাল জব্দ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ঈদ-উল-আজহা উপলক্ষে অতি দরিদ্রদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচীর ৬০ মেট্রিক টন চাল জেলার জলঢাকা উপজেলা শহরের দুই ব্যবসায়ীর গুদাম হতে জব্দ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টায় গোপন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুজাউদ্দৌলা ওই চাল জব্দ করে গুদাম দুটি সিলগালা করেন। সূত্র মতে, জব্দকৃত চালের পরিমাণ ৩০ কেজি ওজনের দুই হাজার বস্তা। এর মধ্যে উপজেলার ব্যবসায়ী তমিজ উদ্দিনের গুদামে ৪৫ মেট্রিকটন ও সিরাজুল ইসলাম পাকার গুদামে ১৫ মেট্রিক চাল জব্দ করা হয়। জানা যায়, ঈদ-উল-আজহা উপলক্ষে এই উপজেলার ১১ ইউনিয়নে ৭৮ হাজার অতিদরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে বিতরণের সরকারীভাবে ভিজিএফের ১ হাজার ১৭০ মেট্রিক চাল বরাদ্দ দেয়া হয়। পরিবার প্রতি ১৫ কেজি করে চাল পাবে। তিন দিন ধরে এই চাল বিতরণ শুরু হয়। অভিযোগ, রাতের আঁধারে উল্লেখিত দুই ব্যবসায়ীর গুদামে বেশ কিছু পরিমাণ ভিজিএফের চাল মজুদ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছু জনপ্রতিনিধি এই চাল ওই দুই ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রি করে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুজাউদ্দৌলা সাংবাদিকদের জানান, গোপন সংবাদে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর গুদামে ৩০ কেজি ওজনের দুই হাজার বস্তায় ৬০ মেট্রিক টন চাল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা জব্দ করা হয়। চাল পরিবহনকারী ট্রাককেও আটক করা হয়েছে। নড়াইলে চাল আত্মসাতে জেল নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থদের জন্য আসা ভিজিএফ চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় নড়াইলের বিছালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও সচিব অসিম কুমার বিশ্বাসকে ৩দিনের জেল দেয়া হয়েছে। শুক্রবার দপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিছালী ইউনিয়নের রুখালী বাজারে একটি গুদাম থেকে ৩ মেঃ টনের বেশি চাল জব্দ করেন।
×